প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:১৯ পিএম, ০৩ জুন ২০২৩

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান তৃতীয় মেয়াদে শপথ নিয়েছেন। সংসদে উপস্থিত হয়ে তিনি শপথ বাক্য পাঠ করেন।

তবে শপথের সময় এরদোয়ানের মূল প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচদারওগ্লু উপস্থিত ছিলেন না।

আরও পড়ুন>বিশ্বনেতাদের অভিনন্দনে ভাসছেন এরদোয়ান

এদিকে শপথ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান হচ্ছে প্রেসিডেন্ট প্রাসাদে। অনুষ্ঠানে বেশ কিছু দেশের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠানে যোগ দিতে আগেই রাজধানী আঙ্কারা যান এরদোয়ান।

তুরস্কের সরকারি সূত্রে জানা গেছে, ৭৮ দেশের প্রতিনিধি প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন।

তাদের মধ্যে বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, ভাইস-প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও আইন প্রণেতারা রয়েছেন।

আরও পড়ুন>তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে এরদোয়ানের জয়

এছাড়াও ন্যাটো, ওআইসি, অর্গানাইজেশন অব টার্কিক স্টেট (ওটিএস) ও অন্যান্য সংস্থার প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

এরদোয়ান অতিথিদের জন্য নৈশভোজের আয়োজন করবেন। এরপর তিনি মন্ত্রিপরিষদের নাম ঘোষণা করতে পারেন।

গত ২৮ মে দ্বিতীয় দফা নির্বাচনে ৫২ দশমিক ১৮ শতাংশ ভোট পেয়ে এরদোয়ান আরও পাঁচ বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হন।

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।