ট্রেন দুর্ঘটনা: দোষীদের কঠোর শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি মোদীর
উড়িষ্যার ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি বলেছেন, এ ঘটনায় দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে।
নরেন্দ্র মোদী বলেন, মর্মান্তিক এই দুর্ঘটনায় যারা পরিবারের সদস্যদের হারিয়েছে তাদের পাশে রয়েছে সরকার।
আরও পড়ুন>যান্ত্রিক ত্রুটি নাকি মানুষের ভুল, উঠেছে প্রশ্ন
এদিকে দুর্ঘটনাটিতে এখন পর্যন্ত ২৬১ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছে নয় শতাধিক।
ভারতের প্রধানমন্ত্রী বলেন, এটি একটি বেদনাদায়ক দুর্ঘটনা। আহতদের চিকিৎসায় কোনো ত্রুটি রাখবে না সরকার। এটি একটি মারাত্মক দুর্ঘটনা। এরই মধ্যে সব অ্যাঙ্গেল থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যাদের দোষ প্রমাণিত হবে তাদের কঠোর শাস্তি দেওয়া হবে।
আরও পড়ুন>সৌভাগ্যক্রমে বেঁচে যাওয়া যাত্রীর লোমহর্ষক বর্ণনা
এর আগে বিমান বাহিনীর হেলিকপ্টারে ঘটনাস্থলের কাছে অবতরণ করেন মোদী। সেখানের একটি হাসপাতালে আহতদের দেখতেও যান তিনি।
তবে কীভাবে এত বড় দুর্ঘটনা ঘটলো তা নিয়ে প্রশ্ন উঠেছে সর্বত্র। এটি নিছক যান্ত্রিক ত্রুটির কারণে হয়েছে নাকি মানুষের ভুলে। এমন প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে সবার মনে।
অনেকেই প্রশ্ন তুলছেন কীভাবে করমন্ডল শালিমার এক্সপ্রেস স্থির পণ্যবাহী ট্রেনের লাইনে চলে গেলো। এক্ষেত্রে সংকেতজনিত ভুল ছিল বলে মনে করছেন অনেকে।
এমএসএম