মসজিদের গাছের এক আম বিক্রি হলো ১৪ হাজার টাকায়

পশ্চিমবঙ্গ প্রতিনিধি পশ্চিমবঙ্গ প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৩ এএম, ০৩ জুন ২০২৩

পশ্চিমবঙ্গে বীরভূমের দুবরাজপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের একটি মসজিদের জমিতে বহু মূল্যের মিয়াজাকি আম ধরেছে। পৃথিবীর সবচেয়ে দামি প্রজাতির আমের মধ্যে অন্যতম জাপানের মিয়াজাকি আম। যার দাম প্রতি কেজি আড়াই লাখ থেকে তিন লাখ রুপি।

মসজিদ কর্তৃপক্ষ প্রথমে বুঝতে পারেনি এটি দামি প্রজাতির আম গাছ। পরে জানতে পেরে শুরু হয় শোরগোল। গাছে আম ধরেছে মোট ১০ থেকে ১২টি। তবে মসজিদ কমিটি সিদ্ধান্ত নেয়, এই আম নিলামে তোলা হবে।

শুক্রবার (২ জুন) নিলামে একটি আমের দাম ওঠে ১০ হাজার ৬০০ রুপি (১৪ হাজার টাকা)। আমটি কেনেন স্থানীয় ব্যবসায়ী পপিন।

পপিন বলেন, মসজিদ কর্তৃপক্ষকে আর্থিক সাহায্য করার লক্ষ্যেই নিলামে ১০ হাজার ৬০০ রুপি দিয়ে আম কিনেছি। আন্তর্জাতিক বাজারে এক লাখ রুপির বেশি দরে এই আম বিক্রি হচ্ছে। এখান থেকে একটা চারা গাছ কিনতে চাই।

Mango1.jpg

মসজিদ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, আম নিলামে বিক্রি করে, যে রুপি পাওয়া যাবে তা দিয়ে মসজিদের উন্নয়নের ব্যবহার করা হবে। আগামী বছরগুলোতেই চলবেই প্রক্রিয়া।

মসজিদের ইমাম মোহাম্মদ রফিক উদ্দিন খান বলেন, প্রথমে আমরা জানতাম না এটা এত দামি আম গাছ। আমগুলো প্রথমে সবুজ, পরে বেগুনি, শেষে পেকে লাল রঙের হয়েছে। এই আম অন্য আমের চেয়ে একদম আলাদা দেখতে। সোশ্যাল সাইটে দেখে জানতে পেরেছি এটি মিয়াজাকি আম। সচরাচর পাওয়া যায় না, খুব দামি। তবে এটা গরিব মানুষের অঞ্চল। তাই আমরা ঠিক করি একটা আম নিলাম করবো।

মসজিদ কমিটির সভাপতি কাজী আবু তালেব বলেন, এই আম গাছটি পাড়ার একটা ছেলে লাগিয়েছিল। সে এখন আমাদের মধ্যে নেই। আমরা সিদ্ধান্ত নিয়েছি আম নিলামের টাকা মসজিদের উন্নয়নে কাজে লাগাবো।

অসাধারণ সুগন্ধ ও খেতে চিনির চেয়েও মিষ্টি এই আম। সেই সঙ্গে আঁশ বা ফাইবার একেবারে নেই বললেই চলে। এই আম খেয়ে দেখার সুযোগ হবে বীরভূমবাসীর। একেবারে গাছ পাকা মিয়াজকি আম।

ডিডি/এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।