কুস্তিগীরদের বিক্ষোভ
মোদীর উদ্দেশে মমতা: কী নন্দলাল, চুপ কেন?
দিল্লিতে কুস্তিগীরদের ওপর পুলিশি নির্যাতনের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। বৃহস্পতিবার (১ জুন) প্রতিবাদী কুস্তিগীরদের সমর্থনে কলকাতার গোষ্ঠপাল মূর্তির পাদদেশ থেকে গান্ধীমূর্তি পর্যন্ত মোমবাতি জ্বালিয়ে মিছিলে পা মেলান মমতা। সঙ্গে ছিলেন রাজ্যের ক্রীড়াজগতের বিশিষ্টজনেরা। মিছিল থেকে কুস্তিগীরদের পাশে থাকার বার্তা দেন তারা।
মিছিল শুরুর আগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ফের এক দফা সুর চড়ান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সরাসরি নাম উল্লেখ না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘নন্দলাল’ বলে কটাক্ষও করেন তিনি।
আরও পড়ুন>> হাসিনাকে যারা ক্ষমতা থেকে সরাতে চায় তাদের ভারতে ঢোকাচ্ছেন মমতা: শুভেন্দু
মমতা বলেন, কুস্তিগীরদের সঙ্গে যা হয়েছে তা যে কারও সঙ্গেই হতে পারে। এটি চলতে দেওয়া যায় না। আজাদির জন্য লড়াই চালাতে হবে। দেশের নাগরিক হিসেবে আমি লজ্জিত।
এরপর কেন্দ্রীয় সরকারকে একহাত নিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম না করে) ক্যায়া নন্দলাল, চুপ কিউ হ্যায় আপ লোগ (কী নন্দলাল, চুপ কেন আপনারা)?
আরও পড়ুন>> এক টেবিলে তিন মুখ্যমন্ত্রী, বিজেপিবিরোধী জোটের ইঙ্গিত
কুস্তিগীরদের উদ্দেশ্যে মমতা বলেন, আপনারা লড়াই ছাড়বেন না। এটি জীবনের লড়াই, সত্যের জন্য লড়াই। কাউকে না কাউকে তো বিড়ালের গলায় ঘণ্টা বাঁধতেই হবে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, যতক্ষণ পর্যন্ত (অভিযুক্ত) গ্রেফতার না হবে, আইন কিন্তু ছেড়ে কথা বলবে না। এই লড়াই আমাদের স্বাধীনতার লড়াই। যতক্ষণ কুস্তিগীররা স্বাধীনতা না পাবে, ততদিন লড়াই চলবে। শাস্তি না হওয়া পর্যন্ত আমরা লড়াই ছাড়বো না।
প্রসঙ্গদ, ভারতীয় জনতা পার্টির লোকসভার সদস্য ও ভারতের রেসলিং ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংকে গ্রেফতারের দাবিতে দিল্লির যন্তরমন্তরে কয়েকদিন ধরে বিক্ষোভ করছেন সাক্ষী মালিক, বিনেশ ফোগাট, বজরং পুনিয়ার মতো খ্যাতনামা কুস্তিগীররা। গত ২৩ এপ্রিল থেকে ব্রিজভূষণের গ্রেফতারির দাবিতে ধরনায় বসেছেন তারা।
আরও পড়ুন>> নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে যাচ্ছেন মোদীসহ বিজেপির তিন শীর্ষ নেতা
বিজেপি নেতা ও ভারতের রেসলিং ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ, এক নাবালিকাসহ একাধিক নারীকে যৌন হেনস্তা করেছেন তিনি।
ডিডি/কেএএ/