সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১ জুন ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:১১ পিএম, ০১ জুন ২০২৩

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

শিগগির তুরস্কে যাবেন পুতিন-জেলেনস্কি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শিগগিরই প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে সাক্ষাতের জন্য তুরস্ক সফর করবেন বলে আশা করা হচ্ছে। বুধবার (৩১ মে) তুর্কি সংবাদমাধ্যম হুরিয়েত ডেইলি এ তথ্য প্রকাশ করে।

ঋণের সীমা বাড়াতে মার্কিন কংগ্রেসে বিল পাস

অবশেষে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের অনুমোদন পেলো বহুল আলোচিত ও প্রত্যাশিত ফিসকাল রেসপনসিবিলিটি বিল। সাধারণ ভাষায় যাকে ডেবট সিলিং বিল বলা হচ্ছে। এ সপ্তাহেই বিলটি পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে যাবে। সেখানে পাস হলে আইনে পরিণত হবে এই বিল।

বাণিজ্য চুক্তির পথে যুক্তরাষ্ট্র-তাইওয়ান, চীনের নিন্দা

চীনের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই নতুন বাণিজ্য চুক্তি সই করতে চলেছে যুক্তরাষ্ট্র-তাইওয়ান। এর ফলে যুক্তরাষ্ট্রে তাইওয়ানের মধ্যকার বাণিজ্য সম্পর্ক আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। যদিও এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি ওয়াশিংটন কিংবা তাইপে।

ইউক্রেনকে আরও ৩০ কোটি ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

ইউক্রেনকে নতুন করে আরও ৩০ কোটি ডলার সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে পেন্টাগন। বুধবার এই ঘোষণা দেওয়া হয়। এই সামরিক সহায়তার মধ্যে থাকছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং কয়েক লাখ রাউন্ড গোলাবারুদসহ বিভিন্ন অস্ত্র।

হাত দিলেই উঠে আসছে সড়কের পিচ, ঠিকাদারের দাবি ‘জার্মান প্রযুক্তি’

ঠিকাদার বলেছেন, ‘জার্মান প্রযুক্তি’তে তৈরি হয়েছে সড়কটি। ফলে সেটি টেকসই, মজবুত ও দীর্ঘস্থায়ী হবে বলে আশা করেছিল এলাকাবাসী। কিন্তু কাজ শেষে সড়ক দেখতে গিয়েই সবার চক্ষু ছানাবড়া! এ কেমন রাস্তা তৈরি করেছে, যা হাত দিয়ে টান দিলেই উঠে আসছে! রাস্তার গর্তগুলো বন্ধ না করেই কাজ দ্রুত শেষ করার জন্য কার্পেট জাতীয় বস্তু বিছিয়ে তার ওপর ঢেলে দেওয়া হয়েছে পিচ-পাথর।

কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছে। ইউক্রেনীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। কিয়েভের পূর্বাঞ্চলীয় দেসনিয়ানস্কি জেলা লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ১১ বছর বয়সী এক শিশু, তার মা এবং অপর এক নারী রাশিয়ার হামলায় নিহত হয়েছে।

জলাধার সেচে ফোন উদ্ধার করা সেই কর্মকর্তাকে জরিমানা

বাঁধের পানিতে পড়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করতে কয়েক লাখ লিটার পানি সেচে ফেলার নির্দেশ দেওয়া সেই ভারতীয় কর্মকর্তাকে মোটা অংকের জরিমানা করা হয়েছে। নিজের ব্যক্তিগত মোবাইল ফোন উদ্ধারে কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই জলাধার থেকে ৪১ লাখ লিটার সেচে ফেলার নির্দেশ দেন। এতে খরচ হয় প্রায় ৫৩ হাজার রুপি।

২২ বছর কোমায় থাকার পর মৃত্যু

মার্কিন বংশোদ্ভূত এক ইসরায়েলি নারী দীর্ঘ ২২ বছর ধরে কোমায় ছিলেন। অবশেষে মৃত্যুর কাছে পরাজিত হতে হলো তাকে। দুই দশকের বেশি সময় আগে জেরুজালেমের একটি পিজ্জা রেস্টুরেন্টে এক আত্মঘাতী হামলার শিকার হন তিনি। এরপর বছরের পর বছর ধরে কোমায় থাকতে হয়েছে তাকে। কিন্তু শেষ পর্যন্ত আর বাঁচানো গেল না ওই নারীকে।

পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, নারী-শিশুসহ নিহত ৬

পাকিস্তানের পাঞ্জাবের কোট আদ্দুরে একটি ভয়াবহ বিস্ফোরণে নারীসহ একই পরিবারের অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। বৃহস্পতিবার (১ জুন) এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছে দেশটির পুলিশ।

ক্রেতার গোপনীয়তা লঙ্ঘনের দায়ে প্রায় ৪ কোটি ডলার জরিমানা আমাজনের

নজরদারির মাধ্যমে ক্রেতার গোপনীয়তা লঙ্ঘন করায় জরিমানা দিতে হলো ই-কমার্স প্রতিষ্ঠান আমাজনকে। ক্রেতার গোপনীয়তা লঙ্ঘনের বিষয়টি স্বীকার করার পর অন্তত ৩ কোটি ৮০ লাখ ডলার জরিমানা দিতে সম্মত হয়েছে জেফ বেজোসের কোম্পানিটি।

এসএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।