ভারত
হাত দিলেই উঠে আসছে সড়কের পিচ, ঠিকাদারের দাবি ‘জার্মান প্রযুক্তি’
কিছুদিন আগেও যেখানে ছিল ভাঙাচোরা, খানাখন্দে ভরা রাস্তা, সেখানে আজ চকচক করছে নতুন পিচঢালা সড়ক। তার ওপর দিয়ে ছুটে যাবে ভারী যানবাহন, সহজ হবে চলাচল। ঠিকাদার বলেছেন, ‘জার্মান প্রযুক্তি’তে তৈরি হয়েছে সড়কটি। ফলে সেটি টেকসই, মজবুত ও দীর্ঘস্থায়ী হবে বলে আশা করেছিল এলাকাবাসী। কিন্তু কাজ শেষে সড়ক দেখতে গিয়েই সবার চক্ষু ছানাবড়া! এ কেমন রাস্তা তৈরি করেছে, যা হাত দিয়ে টান দিলেই উঠে আসছে! রাস্তার গর্তগুলো বন্ধ না করেই কাজ দ্রুত শেষ করার জন্য কার্পেট জাতীয় বস্তু বিছিয়ে তার ওপর ঢেলে দেওয়া হয়েছে পিচ-পাথর।
সম্প্রতি ভারতের মহারাষ্ট্রে ঘটেছে এই ঘটনা। গ্রামবাসী হাত দিয়ে টেনে সড়কের পিচ তুলে ফেলার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওতে দেখা যায়, গ্রামের একদল লোক সড়কের পিচ হাত দিয়ে টেনে তুলছেন। একটু তুলতেই পিচের নিচে দেখা যাচ্ছে কার্পেট জাতীয় কিছু একটা বিছানো।
When Kaleen Bhaiya ventures into Road construction The contractor made a fake road— with carpet as a base! #Maharashtra #India #Wednesdayvibe pic.twitter.com/6MpHaL5V6x
— Rohit Sharma (@DcWalaDesi) May 31, 2023
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে জানা যায়, সড়কটি মহারাষ্ট্রের জালনা জেলার কারজাত এবং হাস্ত পোখারি এলাকায়। ভারতীয় প্রধানমন্ত্রীর গ্রাম সড়ক যোজনা প্রকল্পের আওতায় নির্মিত হয়েছে সেটি।
এলাকাবাসী জানান, সড়ক নির্মাণে ঠিকাদার ছিলেন রানা ঠাকুর নামে স্থানীয় এক ব্যক্তি। তিনি গ্রামবাসীদের আশ্বস্ত করেছিলেন, জার্মান প্রযুক্তি ব্যবহার করে সড়কটি তৈরি করা হচ্ছে। কিন্তু সেগুলো যে শুধু ফাঁকা বুলি ছিল, তা বুঝতে দেরি হয়নি কারও।
দুর্নীতি ঢাকতেই কার্পেটের মতো বস্তু বিছিয়ে তার ওপর পিচ ঢেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর জন্য ওই ঠিকাদারের পাশাপাশি যে প্রকৌশলী বিষয়টির অনুমোদন দিয়েছেন, তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী।
সূত্র: এনডিটিভি, ফ্রি প্রেস জার্নাল
কেএএ/