বাংলাদেশে মোবাইল ফোন পাচার, ভারতে গ্রেফতার ৩

পশ্চিমবঙ্গ প্রতিনিধি পশ্চিমবঙ্গ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:০০ এএম, ০১ জুন ২০২৩
ছবি: সংগৃহীত

বড় সাফল্য পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার গোপালনগর থানা পুলিশের। আন্তর্জাতিক মোবাইল ফোন পাচার চক্রের সন্ধান পেয়েছে তারা। পাচার হতে চলা ৩০টি মোবাইল ফোনসহ বেশ কিছু ভারতীয় রুপি, বাংলাদেশি টাকা, বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। এর সঙ্গে জড়িত অভিযোগে গ্রেফতার করা হয়েছে তিনজনকে।

জানা যায়, গোপালনগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পায়, বেশ কিছু মোবাইল ফোন বাংলাদেশে পাচার হবে। সেই সূত্র ধরে গত শুক্রবার (২৬ মে) বনগাঁ এলাকা থেকে মোহাম্মদ শেহবাজ আহমেদ নামে বাগুইহাটির এক বাসিন্দাকে গ্রেফতার করা হয়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে শাহীন আলী নামে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে।

আরও পড়ুন>> প্রেমের টানে বাংলাদেশে এসে গ্রেফতার, ৩ বছর পর ভারতে ফিরলেন যুবক

ওই দুজনকে জিজ্ঞাসাবাদ করে খোঁজ মেলে শুভদীপ সাহা নামে বনগাঁর আরও এক যুবকের। তাকেও গ্রেফতার করা হয়।

এই তিনজনের কাছ থেকে মোট ৩০টি মোবাইল ফোনসহ ভারতীয় রুপি, ভারতীয় পাসপোর্ট, বাংলাদেশি টাকা ও বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করেছে পুলিশ। শেহবাজ আহমেদ আগে বেশ কয়েকবার বাংলাদেশে মোবাইল ফোন পাচার করেছেন বলে জানা গেছে।

আরও পড়ুন>> পেট্রাপোল স্থলবন্দরে জরিমানা গুনলেন বাংলাদেশিরা

এ বিষয়ে উত্তর ২৪ পরগনার বাগদার সাব ডিভিশনাল পুলিশ অফিসার (এসডিপিও) স্পর্শা নিলঙ্গী জানান, এ তিন পাচারকারীর বিভিন্ন এলাকা থেকে চোরাই মোবাইল ফোন বাংলাদেশে পাচার করার কাজে যুক্ত। তাদের কাছ থেকে ৩০টি মোবাইল ফোনসহ উদ্ধার করা হয়েছে। ধৃতদের সঙ্গে আর কে বা কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ।

ডিডি/কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।