তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচন: বাড়ি থেকে ভোট দিচ্ছেন অসুস্থরা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ২৮ মে ২০২৩

তুরস্কে চলছে দ্বিতীয় ধাপের প্রেসিডেন্ট নির্বাচন। সাধারণ মানুষ নিজেদের পছন্দের প্রার্থীকে বাছাই করতে দিচ্ছেন ভোট। তবে যারা শারীরিকভাবে অসুস্থ্য ও বিশেষ চাহিদা সম্পন্ন তারাও ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে। কারণ দেশটির নির্বাচনী কর্মকর্তরা এসব নাগরিকদের ভোট নিতে ভ্রাম্যমাণ ব্যালট বাক্স নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছে। এই ধাপেই পাওয়া যাবে তুরস্কের ভবিষৎ কাণ্ডারিকে। খবর আনাদোলু এজেন্সির।

মূলত অসুস্থতা বা অক্ষমতার কারণে শয্যাশায়ী ভোটারদের জন্যই ‘ভ্রাম্যমাণ ব্যালট বাক্স’ ব্যবস্থা তৈরি করা হয়েছে।

এই প্রক্রিয়ার মাধ্যমে ভোট দিতে পেরে অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন। ধন্যবাদ জানিয়েছেন কর্তৃপক্ষকে।

আরও পড়ুন>তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে চলছে চূড়ান্ত ভোটগ্রহণ

তুরস্কে প্রথম ধাপে নির্বাচন হয়েছে ১৪ মে। কিন্তু তখন কোনো প্রার্থীই ৫০ শতাংশ ভোট নিশ্চিত করতে পারেনি। তাই দ্বিতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে রোববার (২৮ মে)। এতে রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন কেমাল কিলিচদারগলু।

প্রথম ধাপের নির্বাচনে দুইজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। গত বিশ বছর ধরে তুরস্ক শাসন করছেন এরদোয়ান। কিন্তু এবারই এত কঠিন পরিস্থিতির মুখোমুখি তিনি।

আরও পড়ুন> এরদোয়ান নাকি কিলিচদারোগলু, কাকে বেছে নেবেন তুর্কিরা?

তুরস্কের সুপ্রিম ইলেকশন কাউন্সিলের তথ্য অনুযায়ী, প্রথম ধাপের নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৯০ শতাংশ। এতে কোনো প্রার্থীই সংখ্যাগরিষ্ঠতা পায়নি।

এরদোয়ান ৪৯ দশমিক ৫২ শতাংশ ভোট নিশ্চিত করেন। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী কিলিচদারগলু পান প্রায় ৪৫ শতাংশ ভোট। তবে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এরদোয়ানের দল।

এমএসএম

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।