শিকাগো বিমানবন্দরে তুমুল মারামারির ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৫১ পিএম, ২৪ মে ২০২৩

যুক্তরাষ্ট্রের শিকাগোর ওহারে আন্তর্জাতিক বিমানবন্দরে তুমুল মারামারির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই মারামারিতে বেশ কয়েকজন অংশ নেয়।

পুলিশ জানিয়েছে, প্লেন থেকে নামার সময় কথাকাটাকাটির এক পর্যায়ে মারামারিতে জড়িয়ে পড়েন তারা। 

বিমানবন্দরের যেখানে লাগেজ আসে সেখানে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায়, ২৪ বছর বয়সী এক নারীকে অন্য দুইজন ঘুসি মারছে।

আরও পড়ুন: এখনো করোনাভাইরাসে প্রতি চার মিনিটে একজনের মৃত্যু

এরই মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তারা হলেন ১৮ বছর বয়সী ক্রিস্টোফার হ্যাম্পটন ও ২০ বছর বয়সী টেমব্রা হিকস।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, টার্মিনাল -৩ এর নিচের স্তরে একাধিক ব্যক্তির মধ্যে মারামারি হচ্ছে। এসময় একজন আরেক জনকে লাথি, কিল, ঘুসি মারছিলেন।

আরও পড়ুন: দিনমজুরের ব্যাংক অ্যাকাউন্টে ১০০ কোটি রুপি!

এ ঘটনার পর শিকাগো ডিপার্টমেন্ট অব এভিয়েশন একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, নিরাপত্তাকে সব সময় অগ্রাধিকার দেওয়া হয়। তাছাড়া সব বিভাগের সঙ্গে সমন্বয় করে এখানে নিরপত্তা নিশ্চিত করা হয় বলেও জানায় সংস্থাটি।

সূত্র: এনডিটিভি

এমএসএম/টিটিএন 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।