যার জন্য বিচ্ছেদ, তার সঙ্গেই বাগদান সারলেন জেফ বেজোস

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:০২ পিএম, ২৩ মে ২০২৩
ছবি: সংগৃহীত

চার বছর প্রেমের পর বাগদান সারলেন অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস। প্রেমিকা লরেন সানচেজের সঙ্গে তার বাগদান সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছেন এ যুগলের ঘনিষ্ঠরা। তবে তাদের বিয়ের সম্ভাব্য তারিখ বা আয়োজনের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনো জানা যায়নি।

লরেন সানচেজ পেশায় ব্রডকাস্ট সাংবাদিক এবং হেলিকপ্টার পাইলট ছিলেন। বর্তমানে সমাজসেবী হিসেবে কাজ করছেন।

বেজোস এবং সানচেজ উভয়ের জন্যই এটি হবে দ্বিতীয় বিয়ে। অবশ্য সানচেজের জীবনে আরও একজন সঙ্গী ছিলেন।

প্রথম স্ত্রীর নাম ম্যাকেঞ্জি স্কটের সঙ্গে বেজোসের ২৫ বছরের সংসারে ইতি ঘটে ২০১৯ সালে। তাদের বিচ্ছেদ ছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম ব্যয়বহুল বিয়ে বিচ্ছেদের ঘটনা। প্রথম সংসারে বেজোসের চার সন্তান রয়েছে।

বিপরীতে, লরেন সানচেজ বিয়ে করেছিলেন হলিউড এজেন্ট প্যাট্রিক হুইটসেলকে। তার আগে সাবেক আমেরিকান ফুটবলার টনি গনজালেসের সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। দুটো সম্পর্ক থেকে তিন সন্তানের মা হন ৫৩ বছর বয়সী এ নারী।

jagonews24

শোনা যায়, হুইটসেলের সঙ্গে বিবাহিত জীবনে থাকতেই বেজোসের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন সানচেজ। এ খবর ফাঁস হলে দুজনের সংসারেই ফাটল ধরে। ২০১৯ সালে বিয়েবিচ্ছেদ হয় বেজোস-সানচেজ উভয়ের। ওই বছরই আনুষ্ঠানিকভাবে প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেন তারা।

এরপর থেকে এই জুটি তাদের ব্যক্তিগত সম্পর্কের বিষয়গুলো বরাবরই লোকচক্ষুর আড়ালে রাখতে চেয়েছেন। শুধু মাঝেমধ্যে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে তাদের।

২০২২ সালে এই যুগল সিএনএনের কাছে প্রথমবার যৌথ সাক্ষাত্কার দিয়েছিলেন। সেদিন সানচেজকে ‘সবচেয়ে উদার, সবচেয়ে বড় মনের মানুষ’ এবং ‘অনুপ্রেরণা’ হিসেবে বর্ণনা করেছিলেন বেজোস। আর দাতব্য কাজে পারষ্পরিক সম্পর্ক বিষয়ে সানচেজ বলেছিলেন, এই ব্যাপারে তারা ‘সত্যিই দুর্দান্ত সতীর্থ’।

সূত্র: পিপল, সিএনএন
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।