ইসরায়েলি বাহিনীর অভিযানে ৩ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:২৩ পিএম, ২২ মে ২০২৩
ফাইল ছবি

দখলকৃত পশ্চিম তীরের নাবলুস শহরের একটি শরণার্থী ক্যাম্পে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়েছে। খবর আল-আজিরার।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার (২২ মে) সকালে নিহত তিনজনকে শনাক্ত করেছে। তারা হলেন মোহাম্মদ আবু জায়তুন (৩২), ফাথি আবু রিজক (৩০) ও আবদুল্লাহ আবু হামদান (২৪)।

মন্ত্রণালয়টির তথ্য অনুযায়ী, এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত সাতজন। তাদের মধ্যে অনেকেই টিয়ার গ্যাসের কারণে অসুস্থ হয়ে পড়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, শত শত ইসরায়েলি সেনা ও নিরাপত্তা বাহিনীর সদস্য অভিযানে অংশ নেয়।

এ সময় ইসরায়েলি বাহিনী বুলডোজার দিয়ে ক্যাম্পের প্রবেশপথ অবরোধ করে ও কিছু বাড়িঘর গুঁড়িয়ে দেয়। তারা কিছু ইউনিটকেও ক্ষতিগ্রস্ত করেছে।

ক্যাম্প থেকে আল-জাজিরার সাংবাদিক জানিয়েছেন, সেখানের অন্তত সাতটি ঘর গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

এ নিয়ে চলতি বছর ইসরায়েলি বাহিনীর হামলায় মোট ১৫৬ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। তাদের মধ্যে ২৬ শিশু রয়েছে। এর মধ্যে ৯ মে থেকে ১৩ মে পর্যন্ত চলানো হামালায় নিহত হয়েছে ৩৬ ফিলিস্তিনি।

এমএসএম

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।