পশ্চিমবঙ্গে ফের বাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৩

পশ্চিমবঙ্গ প্রতিনিধি পশ্চিমবঙ্গ প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৪ এএম, ২২ মে ২০২৩
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বজবজে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ঝলসে ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন।

জানা গেছে, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বজবজের চিংড়িপোতা গ্রাম পঞ্চায়েতের এলাকায় বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে এতে কারখানার একটা অংশ ভেঙে যায়।

এই ঘটনার পর সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বজবজ থানা ও দমকল বাহিনীকে। দমকল বাহিনীর দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে করে।

দমকল বাহিনীর কর্মকর্তাদের দাবি, বিস্ফোরণ হয়নি। তবে কী কারণে আগুন লেগেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে বজবজ থানার পুলিশ আশেপাশের এলাকাতে তল্লাশি চালিয়ে বেশ কয়েকজনকে আটক করেছে। কারখানাটিতে বাজি মজুত ছিল, নাকি সেখানে বাজি বানানো হচ্ছিল তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানানো হয়।

গত সপ্তাহে পূর্ব মেদিনীপুরের এগরায় বেআইনি বাজি কারখানা বিস্ফোরনে ৯ জনের মৃত্যু হয়। সেই এগরার বিস্ফোরণের ক্ষত যতে না যেতেই আবরও ঘটলো বিষ্ফোরণের ঘটনা।

ডিডি/এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।