সৌদি আরবে বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫১ এএম, ২২ মে ২০২৩
ছবি: সংগৃহীত

সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এই আবহাওয়া আগামী বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এমন পরিস্থিতিতে দেশটির জেনারেল ডিরেক্টরেট অব সিভিল ডিফেন্স বিভাগ নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। খবর সৌদি গেজেটের।

জেনালেন ডিরেক্টরেট এক বিবৃতিতে জানিয়েছে, মক্কা অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়ারও আশঙ্কা রয়েছে সেখানে। বিশেষ করে তায়েফ, মায়সান, আদহাম, আল-খুরমা, আল-আরদিয়াত, তুরবাহ, রানিয়া এবং আল-মাওইয়াহ এলাকায়। তাছাড়া আসির, আল-বাহা, জাজান ও নাজরান অঞ্চলগুলো প্রভাবিত হবে।

পূর্বাভাস অনুযায়ী, রিয়াদ অঞ্চলে বিশেষ করে রাজধানী, দিরিয়া, আল-মাজমা, আল-জুলফি, আল-ঘাট, রামা, থাদিক, শাকরা, আফিফ, আল-দাওয়াদমি, আল-কুওয়াইয়া, আল-মুজাহিমিয়া, ধুর্মা, হুরায়মিলা, আল-আফলজ, ওয়াদি আল দাওয়াসির, আল-সুলাইল, আল-খার্জ, হোতাত বনি তামিম, আল-হারিক, আল-বাজদিয়া ও আল-দালামে হালকা বৃষ্টি ও বালু ঝড় হবে।

তাছাড়া পূর্বাঞ্চলীয় প্রদেশ ও আল-কাসিম অঞ্চলগুলোতেও একই রকম আবহাওয়ার দ্বারা প্রভাবিত হবে। তাবুক, আল-জউফ, উত্তর সীমান্ত, মদিনায় হালকা থেকে মাঝারি বজ্রঝড় হতে পারে।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের কিছু এলাকায়ও বৃষ্টিসহ ঝোড়ো হাওয়া শুরু হয়েছে। দেশটিতে এই অবহাওয়া আরও কয়েক দিন থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।

আমিরাতের জাতীয় আবহাওয়াকেন্দ্রের তথ্য অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতজুড়েই মেঘলা আবহাওয়া বিরাজ করছে। বিশেষ করে দেশটির দক্ষিণাঞ্চলে। বৃষ্টি হয়েছে আবুধাবির কিছু অংশে ও দুবাইয়ের দক্ষিণ অংশেও।

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।