দুই হাজার রুপির নোট বাতিলে চটেছেন মমতা
কালো রুপি এখনো ফেরেনি। উল্টো ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সরকারের আমলে বেড়েছে বেকারত্ব। একের পর এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে তুলে দেওয়া হয়েছে বেসরকারি সংস্থার হাতে। আবার নতুন করে দুই হাজার রুপির নোট বাতিলের সিদ্ধান্ত। এর ফলে বাড়ছে সাধারণ মানুষের হয়রানি।
এই বিষয়ে টুইট করে নরেন্দ্র মোদী সরকারের সমালোচনা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
মমতা বলেন, দুই হাজার রুপির নোট বাতিল একটা বাতিকগ্ৰস্ত ও তুঘলকি নাটক, যা সাধারণ মানুষকে আবারও ব্যাপক হয়রানির মধ্যে ফেলবে। আসলে এই সরকার মৌলিকভাবে জনবিরোধী ও অগ্ৰাসী পুঁজিবাদকে আড়াল করতেই এইসব অসাধু পদক্ষেপ নিচ্ছে।
মুখ্যমন্ত্রী বলেন, স্বৈরাচারী সরকারের এমন কাজ মানুষ কোনো দিন ভুলবে না। ৬ বছর আগে নরেন্দ্র মোদী ঘোষণা দিয়ে ছিলেন ৫০০ ও ১০০০ হাজার রুপির নোট বাতিলের। লোকসভা নির্বাচনের এক বছর আগে আবার সেই নোট বাতিলের সিদ্ধান্ত। আবার সাধারণ মানুষকে হয়রানি করার চক্রান্ত।
সম্প্রতি দুই হাজার রুপির নোট বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। এই মানের নোট থাকলে তা ২৩ মে থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ব্যাংকে জমা করতে হবে বলেও জানানো হয়েছে।
ডিডি/এমএসএম