থাইল্যান্ডে সাধারণ নির্বাচন

হুইলচেয়ারে করে ভোটকেন্দ্রে আইসিইউর রোগী

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:৪১ পিএম, ১৪ মে ২০২৩
ছবি সংগৃহীত

সাধারণ নির্বাচনে এক বিরল ঘটনার সাক্ষী হলো থাইল্যান্ডবাসী। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন ৭২ বছর বয়সী এক ব্যক্তিকে ভোট দেওয়া থেকে বিরত রাখা যায়নি। অক্সিজেন সিলিন্ডার নিয়ে হুইলচেয়ারে করে ভোটকেন্দ্রে যেতে দেখা যায় তাকে। তিনি ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। খবর আল-জাজিরার।

থাইল্যান্ডের সম্প্রচারমাধ্যম থাই পিবিএস-এর অনলাইনে পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে, হুইলচেয়ারে করে ব্যালট বক্সের দিকে এগিয়ে যাচ্ছেন ওই ব্যক্তি। হুইলচেয়ারের সঙ্গে একটি অক্সিজেন সিলিন্ডার যুক্ত করা। এসময় তিনি নিজেই ব্যালট পেপার বক্সে ঢোকান।

ভোট দেওয়ার পর কিত্তি নামের এই অসুস্থ ব্যক্তি বলেন, আমি হয়তো শারীরিকভাবে অসুস্থ। কিন্তু আমি আমার ভোটের অধিকার হারাতে চাই না। আমি সব নাগরিককে ভোট দেওয়ার ক্ষেত্রে উৎসাহ দিতে চাই।

আরও পড়ুন>তুরস্কে নির্বাচন: কেন্দ্রে গিয়ে ভোট দিলেন ১১২ বছরের বৃদ্ধা

প্রতিবেদনে বলা হয়েছে, যেকোনো ধরনের জরুরি প্রয়োজনে তার সঙ্গে একজন চিকিৎসকও ছিলেন।

এদিকে তুরস্কেও চলছে প্রেসিডেন্ট ও পার্লামেন্টারি নির্বাচন। রোববার (১৪ মে) তুরস্কের স্থানীয় সময় সকাল ৮টার দিকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়। যা চলবে বিকেলে ৫টা পর্যন্ত। এই নির্বাচনে কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আলোচনায় এসেছেন ১১২ বছরের এক বৃদ্ধা।

জানা গেছে, ওই বৃদ্ধা তুরস্কের কৃষ্ণ সাগর অঞ্চল গুমুশানের সবচেয়ে বেশি বয়সী ব্যক্তি। সন্তান ও নাতিদের সঙ্গে তিনি ভোট কেন্দ্রে যান।

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।