১৩ বছর পর কলকাতায় সালমান খান, মমতার সঙ্গে সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:৪৯ পিএম, ১৩ মে ২০২৩
ছবি সংগৃহীত

ভারতের কলকাতা শহরে সালমান খান। প্রায় ১৩ বছর পর শহরটিতে এলেন এই বলিউড তারকা।

সম্প্রতি লাগাতার খুনের হুমকি পাচ্ছেন সালমান। এরপরেই সালমানের নিরাপত্তা বাড়ানো হয়েছে। বর্তমানে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পান তিনি।

শনিবার (১৩ মে) কলকাতা ইস্টবেঙ্গল মাঠে বলিউড তারকা সালমান খান, জ্যাকলিন ফার্নান্দেজ, সোনাক্ষী সিনহা, প্রভুদেবাসহ অন্য তারকারা এক অনুষ্ঠানে অংশ নেন। এজন্য নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় গোটা ইস্টবেঙ্গল মাঠ চত্বর।

অনুষ্ঠানস্থলে পৌঁছানোর আগে বিকেলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বাড়িতে যান সালমান খান। সেখানে মুখ্যমন্ত্রী সালমান খানকে কলকাতার বিখ্যাত রসগোল্লা, মিষ্টি দই ও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানান।

ভারতজুড়েই দাবাং টু এর শো করছেন সালমান খান। বেশ কয়েক বছর ধরে চলছে এই মেগা শো। তবে এই প্রথম কলকাতা ইস্টবেঙ্গল মাঠে বসছে চাঁদের হাট।

টিকিটের দাম শুনলে অনেকেই চমকে উঠবেন। ভাইজানকে লাইভ দেখতে ও নানা সুবিধা পেতে একজনকে গুনতে হবে দুই থেকে ৩ লাখ রুপি।

২০০৯ সালে ওয়ান্টেড সিনেমার প্রচারে কলকাতার মোহামেডান স্পোর্টিং ক্লাবে একটি ফুটবল ম্যাচ খেলার কথা ছিল সালমান খানের। কিন্তু ভাইজান মাঠে পা রাখার খবরেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সেদিন সালমানকে মাঠ ছেড়ে চলে যেতে হয়।
এরপর কোনো ছবির প্রচারে তাকে কলকাতায় শো করতে দেখা যায়নি।

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।