৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো টোঙ্গা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:১২ পিএম, ১১ মে ২০২৩
ফাইল ছবি

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশ টোঙ্গায় সাত দশমিক ছয় মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (১১ মে) সকালের দিকে সেখানে এই ভূমিকম্প অনুভূত হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। খবর গাল্ফ নিউজের।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পটি টোঙ্গার প্রত্যন্ত আগ্নেয়গিরির দ্বীপ নিউয়াটোপুটাপু থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে ২১০ কিলোমিটার গভীরে আঘাত হানে।

এই ভূমিকম্পে সুনামির কোনো ঝুকি নেই বলেও জানিয়েছে সংস্থাটি।

রাজধানী নুকুআলোফার কাছে টোঙ্গা মেটিওরোলজিক্যাল সার্ভিসেসের প্রধান আবহাওয়াবিদ গ্যারি ভিটে বলেছেন, যারা ভূমিকম্পের ঝাঁকুনি অনুভব করেছে তারা আমাদের ফোন করে জানিয়েছে। তবে এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পটি কেন্দ্রস্থল থেকে প্রায় ৩৬০ কিলোমিটার দূরে সামোয়ানের রাজধানী আপিয়ায়ও অনুভূত হয়েছে।

সামোয়া মেটিওরোলজিক্যাল সার্ভিসের একজন মুখপাত্র বলেছেন, আপিয়ার কাছে তাদের অফিসটি কাঁপেছে।

টোঙ্গা ও সামোয়া প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে অবস্থিত। সেখানের টেকটোনিক প্লেটগুলো প্রায়শই স্থানান্তরিত হয়।

এমএসএম

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।