মাঝ আকাশে যাত্রীদের মারামারি, প্লেনের জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:৪৩ পিএম, ২৬ এপ্রিল ২০২৩
ছবি: সংগৃহীত

মাঝ আকাশে প্লেনের মধ্যে মারামারি শুরু করেন কয়েকজন যাত্রী। এতে জরুরি ভিত্তিতে প্লেনটি অবতরণ করতে বাধ্য হয়। এই ঘটনায় চার যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ায়।

যাত্রীদের মারামারিতে পরিস্থিতি খারাপ হয়ে ওঠে। পরে প্লেনের জরুরি অবতরণের পর চার যাত্রীকে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ (এএফপি) গ্রেফতার করে। এক প্রতিবেদন অনুযায়ী, প্লেনটি অস্ট্রেলিয়ার কেয়ার্নসের কুইন্সল্যান্ড থেকে যাত্রা শুরু করে দেশটির উত্তরাঞ্চলের দিকে যাচ্ছিল।

পুলিশের এক কর্মকর্তা জানান, গত ২০ এপ্রিল কেয়ার্নস থেকে গ্রুট আইল্যান্ডগামী একটি প্লেনে এই ঘটনা ঘটেছে। চার যাত্রীর মধ্যে হাতাহাতি চরমে পৌঁছালে প্লেনের জরুরি অবতরণ করতে বাধ্য হন।

প্লেনের ভেতরে ওই চার যাত্রীর মারামারির ভিডিও ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, এক দল যাত্রী প্লেনের ভেতরে আসন ছেড়ে দাঁড়িয়ে পড়েছেন।

এক নারীকে একটি কাচের মদের বোতল হাতে সহযাত্রীদের উপর চড়াও হতে দেখা যায়। এরপর বাকি যাত্রীরা পাইলটকে কুইন্সল্যান্ডে ফিরে যাওয়া অনুরোধ করেন। পুলিশ জানিয়েছে, বিমান কুইন্সল্যান্ডে অবতরণের পর ওই নারীকে গ্রেফতার করা হয়।

এরপর বিমানটি আবার যাত্রা শুরুর পরও বিশৃঙ্খলা তৈরি হয়। যাত্রীদের মধ্যে আবার মারামারি লাগলে প্লেনের একটি জানালা ভেঙে যায়। এরপর বিমানটি গ্রুট আইল্যান্ডের আলিয়াঙ্গুলায় অবতরণ করার পর পুলিশ অপর তিন যাত্রীকে গ্রেফতার করে।

পুলিশ জানিয়েছে, আটক হওয়া ব্যক্তিরা সবাই মাতাল অবস্থায় ছিলেন। মদ খেয়েই তারা এমন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানানো হয়।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।