সুন্দরবনে মধু সংগ্রহ
ভারতীয় পুলিশের হাতে গ্রেফতার ৫ বাংলাদেশি
অবৈধভাবে ভারতীয় সীমানায় ঢুকে পড়ার অভিযোগে পাঁচ বাংলাদেশিকে গ্ৰেফতার করেছে পশ্চিমবঙ্গের বন দপ্তর। পরে তাদের সুন্দরবন কোস্টাল পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
জানা যায়, গত ৭ এপ্রিল থেকে পশ্চিমবঙ্গের সুন্দরবন অংশে শুরু হয়েছে মধু সংগ্রহের কাজ। বৈধ অনুমতি নিয়ে ৭৫টি দলে ভাগ হয়ে বসিরহাট রেঞ্জ ও সজনেখালি রেঞ্জ অফিস থেকে মোট ৫৭৬ জন মৌলি জঙ্গলে মধু সংগ্রহ করতে যান।
আরও পড়ুন>> হঠাৎ বাংলাদেশিদের নিয়ে স্মৃতিকাতর মমতা
গত ২১ এপ্রিল সুন্দরবন এলাকার জলসীমায় পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তর নজরদারি চালানোর সময় দেখে, একটি নৌকায় করে পাঁচজন লোক দ্রুত বাংলাদেশের দিকে পালিয়ে যাচ্ছেন। এসময় স্পিডবোট নিয়ে তাদের ধাওয়া করেন সুন্দরবনের বন দপ্তরের রেঞ্জ কর্মকর্তারা।
একপর্যায়ে সমুদ্রে ঝাঁপ দেন ওই পাঁচজন। সাঁতরে বাংলাদেশর দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তারা। কিন্তু তাদের ধরে ফেলেন পশ্চিমবঙ্গের বন দপ্তরের কর্মকর্তারা। পরে আটক ব্যক্তিদের সুন্দরবন কোস্টাল পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
আরও পড়ুন>> বাংলাদেশ থেকে ভারতে পাচার হচ্ছিল ২ কোটি টাকার সোনা
অভিযুক্তরা বলেছেন, তারা ভুল করে ভারতীয় সীমানায় ঢুকে পড়েছিলেন।
ক্যানিং মহকুমা পুলিশ কর্মকর্তা দিবাকর দাশ জানান, গত ২১ এপ্রিল একটি নৌকায় করে পাঁচ বাংলাদেশি নাগরিক কোনো বৈধ কাগজপত্র ছাড়া ভারতীয় জলসীমায় ঢুকে পড়েন। তারা হলেন অলিউর রহমান, মোহাম্মদ আসাদুল, মোহাম্মদ মফিজুল রহমান, সাইদুল্লা শেখ এবং আলম গাজী। এরা প্রত্যেকেই বাংলাদেশের সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বাসিন্দা।
আরও পড়ুন>> নতুন দুটি খাল খনন করবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের ক্ষতির আশঙ্কা
তিনি বলেন, এখানে এখন মধু সংগ্রহ চলছে। তারা অবৈধ উপায়ে মধু সংগ্রহ করতে এসেছিল। যে নৌকায় করে এসেছিল, সেটি সেটি এবং চারটি বড় ড্রাম ড্রামে প্রায় ৪০ কেজি মধু ছিল, আমরা সেগুলো জব্দ করেছি। অভিযুক্তদের আদালতে পাঠানো হবে।
ডিডি/কেএএ/