শনিবার ঈদ উদযাপন করবে যেসব দেশ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:৩৯ পিএম, ২০ এপ্রিল ২০২৩
প্রতীকী ছবি

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সন্ধ্যা নামলেও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি বিশ্বের বিভিন্ন দেশে। এ ধরনের অন্তত আটটি দেশ এরই মধ্যে ঘোষণা দিয়েছে, তারা ঈদুল ফিতর উদযাপন করবে আগামী শনিবার (২২ এপ্রিল)।

দেখে নেওয়া যাক কোন কোন দেশে শনিবার ঈদ-

মালয়েশিয়া
মালয়েশিয়ায় বৃহস্পতিবার (২০ এপ্রিল) শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে, দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী শনিবার (২২ এপ্রিল)। মালয়েশিয়ার ‘কিপার অব দ্য রুলারস সিল’ সৈয়দ দানিয়াল সৈয়দ আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ইয়াং ডিপারতুয়ান আগাং (প্যারামাউন্ট রুলার প্রধান) আল-সুলতান আবদুল্লাহ রিয়াতউদ্দিন আল-মুস্তফা বিল্লাহ শাহ মালয়েশীয় শাসকদের সঙ্গে আলোচনার পরে ঈদের তারিখ ঘোষণায় সম্মতি দিয়েছেন।

আরও পড়ুন>> আরবের বিশেষজ্ঞদের মত: আজ খালি চোখে ঈদের চাঁদ দেখার সম্ভাবনা নেই

ইন্দোনেশিয়া
মালয়েশিয়ার মতো চাঁদ দেখা যায়নি প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়াতেও। তারাও ঈদুল ফিতর উদযাপন করবে আগামী শনিবার। ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম কমপাস।

ব্রুনেই
এশিয়ার আরেক দেশ ব্রুনেইও শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় শনিবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে।

অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতরের প্রথম দিন হবে আগামী শনিবার। অস্ট্রেলীয় ফতোয়া কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, জ্যোতির্বিজ্ঞানের গণনার ওপর ভিত্তি করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন>> ঈদের চাঁদ: আবহাওয়া দপ্তরের বক্তব্য নিয়ে যা বললো ইসলামিক ফাউন্ডেশন

জাপান
বৃহস্পতিবার জাপানেও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে, দেশটিতে ঈদুল ফিতর হবে আগামী শনিবার।

সিঙ্গাপুর
বৃহস্পতিবার চাঁদ না দেখায় সিঙ্গাপুরের মুসলিমরা শুক্রবারও রোজা রাখবেন এবং ঈদ উদযাপন করবেন আগামী শনিবার।

থাইল্যান্ড
থাইল্যান্ডে ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী শনিবার। দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিতেও বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।

আরও পড়ুন>> চাঁদ দেখা নিয়ে দেওয়া বক্তব্যে সংশোধন আনলো আবহাওয়া অধিদপ্তর

ফিলিপাইন
আগামী শনিবার ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে ফিলিপাইন। গালফ নিউজের খবরে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সূত্র:খালিজ টাইমস, গালফ নিউজ
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।