আরবের বিশেষজ্ঞদের মত

আজ খালি চোখে ঈদের চাঁদ দেখার সম্ভাবনা নেই

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:০০ পিএম, ২০ এপ্রিল ২০২৩
ফাইল ছবি

আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল) মধ্যপ্রাচ্যের দেশগুলোতে খালি চোখে শাওয়াল মাসের চাঁদ দেখতে পাওয়ার সম্ভাবনা নেই। ওই অঞ্চলের ১৩টি আরব দেশের ২৫ জন জ্যোতির্বিদ্যা বিশেষজ্ঞ যৌথভাবে এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছেন। খবর খালিজ টাইমসের।

জ্যোতির্বিজ্ঞানীরা স্বীকার করেছেন, ২০ এপ্রিল সন্ধ্যায় ঈদুল ফিতরের চাঁদ দেখার বিষয়ে বর্তমানে বিভ্রান্তি রয়েছে। আজই এটি দৃশ্যমান হবে কি না তা নিয়ে পরস্পরবিরোধী মতামত রয়েছে।

আরও পড়ুন>> ঈদের চাঁদ: আবহাওয়া দপ্তরের বক্তব্য নিয়ে যা বললো ইসলামিক ফাউন্ডেশন

সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র (আইএসি) এক বিবৃতিতে বলেছে, এটি উল্লেখ করা উচিত যে, এই বিবৃতি ঈদুল ফিতরের সঠিক তারিখ নির্ধারণের উদ্দেশ্যে নয়। কারণ এটি আইনগত ও বৈজ্ঞানিক বিবেচনাসহ বিভিন্ন কারণে দিয়ে প্রভাবিত। এ বিবৃতিটির উদ্দেশ্য হলো, চাঁদ দেখার বিষয়ে কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রদান করা।

বিবৃতিতে বলা হয়েছে, সূর্যাস্তের পর ক্ষণিকের জন্য আকাশে অর্ধচন্দ্রের উপস্থিতি এর দৃশ্যমানতার জন্য নির্ভরযোগ্য সূচক নয়। অর্থাৎ, সূর্যাস্তের পর সামান্য সময়ের জন্য আকাশে চাঁদ উঠলেও তা দেখা যাবে, এমন কোনো নিশ্চয়তা নেই।

আরও পড়ুন>> চাঁদ দেখা নিয়ে দেওয়া বক্তব্যে সংশোধন আনলো আবহাওয়া অধিদপ্তর

‘অর্ধচন্দ্র আবির্ভাবের সময় এবং বয়সও সেটি দেখার ভবিষ্যদ্বাণী করার জন্য যথেষ্ট নয়। অন্যান্য কারণ, যেমন- বায়ুমণ্ডলীয় অবস্থা, কক্ষপথে চাঁদের অবস্থান এবং চাঁদ ও সূর্যের মধ্যে কৌণিক অবস্থান অর্ধচন্দ্রের দৃশ্যমানতা নির্ধারণে খুবই গুরুত্বপূর্ণ।’

আইএসির বিবৃতিতে বলা হয়েছে, এটি উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে, চাঁদ দেখার বিষয়টি আমাদের সম্মানিত পণ্ডিতদের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে এবং আমাদের মুসলিম পূর্বপুরুষরা ব্যবহারিক পর্যবেক্ষণের মাধ্যমে অর্ধচন্দ্র দেখার জন্য বেশ কয়েকটি মানদণ্ড স্থাপন করেছিলেন। এই মানগুলো আজও কঠোরভাবে অনুসরণ করা হয় এবং সেগুলো খালি চোখে চাঁদ দেখার সম্ভাবনা নির্ধারণে নির্ভুলতার জন্য সুপরিচিত।

আরও পড়ুন>> সৌদিতে ঈদ হতে পারে ২২ এপ্রিল

প্রকৃতপক্ষে, পুরোনো এবং নতুন সব মানদণ্ড বলছে, আরব বিশ্ব থেকে বৃহস্পতিবার খালি চোখে চাঁদ দেখা সম্ভব নয়। এই প্রত্যাশা কোনো ব্যক্তি বা দলের মতামত নয়, বরং এটি বিশেষজ্ঞদের ঐকমত্য।

সব বৈজ্ঞানিক মানদণ্ডের পরিপ্রেক্ষিতে আমরা উল্লেখ করতে চাই, বৃহস্পতিবার আরব বা ইসলামিক বিশ্বে খালি চোখে অর্ধচন্দ্র দেখা সম্ভব নয়, এমনকি টেলিস্কোপ ব্যবহার করেও সম্ভব নয়।

আমিরাতভিত্তিক সংস্থাটি বলেছে, যেসব দেশে খালি চোখেই চাঁদ দেখা যায় বা এশিয়ার দেশগুলো, যারা টেলিস্কোপ দিয়ে দেখে সিদ্ধান্ত গ্রহণ করে; ধারণা করা হচ্ছে, সেসব জায়গায় রমজান মাস ৩০ দিন হবে এবং ঈদুল ফিতর উদযাপিত হবে শনিবার (২২ এপ্রিল)।

কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।