হাইতিতে সরকারবিরোধী সহিংস বিক্ষোভ


প্রকাশিত: ০৮:০০ এএম, ০৭ ডিসেম্বর ২০১৪

হাইতিতে সরকারবিরোধী বিক্ষোভ ক্রমেই সহিংস রূপ নিচ্ছে। নির্বাচন পেছানোর সিদ্ধান্তের প্রতিবাদ ও অন্যান্য ইস্যুতে দেশটির রাজধানীতে আন্দোলনের দ্বিতীয় দিনেও হাজার হাজার বিক্ষোভকারী অংশগ্রহণ করে। খবর আলজাজিরার।

পোর্ট-আ-প্রিন্সে অবস্থিত কানাডিয়ান দূতাবাসের সামনে শনিবার শান্তিপূর্ণ অবস্থান নেয় বিক্ষোভকারীরা। ধীরে ধীরে তা সহিংসতায় রূপ নেয়। বিক্ষোভকারীরা এ সময় টায়ারে আগুন ও ব্যারিকেড ভাঙতে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ছুঁড়ে পুলিশ।

এর আগে শুক্রবারও দেশটির ন্যাশনাল প্যালেসের সামনে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ ঘটে। বিক্ষোভকারীদের হটাতে কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ।

বিক্ষোভকারীরা দেশটির প্রেসিডেন্ট মিশেল মার্টেলি ও প্রধানমন্ত্রী লরেন্ট লামোথির পদত্যাগের দাবি জানিয়েছে। দেশটিতে সাধারণ নির্বাচন পেছানোর ঘোষণা দেওয়ার পরপরই এ বিক্ষোভ শুরু হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।