কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনে পতাকা উত্তোলন দিবস উদযাপন

ধৃমল দত্ত
ধৃমল দত্ত ধৃমল দত্ত , পশ্চিমবঙ্গ প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৪৬ পিএম, ১৮ এপ্রিল ২০২৩

ভারতের কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে পতাকা উত্তোলন দিবস। মঙ্গলবার (১৮ এপ্রিল) কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে দিবসটি পালন করা হয়।

১৯৭১ সালের ১৭ এপ্রিল কুষ্টিয়ার বৈদ্যনাথ তলায় (বর্তমান মুজিবনগর) বাংলাদেশের প্রথম সরকার শপথ নেওয়ার পরদিনই কলকাতায় পাকিস্তানের মিশন বাংলাদেশ মিশন হিসেবে আত্মপ্রকাশ করে।

মঙ্গলবার ১৮ এপ্রিল কলকাতাস্থ বাংলাদেশের উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াস ও কর্মকর্তারা বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে উপ-হাইকমিশনের চারদিক প্রদিক্ষণ করে।

১৯৭১ সালে ১৮ এপ্রিল কলকাতায় পাকিস্তানের উপ-দূতাবাস কর্মরত মিশন প্রধান এম হোসেন আলী। এছাড়া ৬৫ জন বাঙালি কর্মকর্তা ও কর্মচারীসহ বাংলাদেশের প্রতি আনুগত্য ঘোষণা করে পাকিস্তানের পতাকা নামিয়ে বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিলেন। এবং পরবর্তীতে তারা মুজিবনগর সরকারের নির্দেশনা মিশন পরিচালনা করেছিলেন। কলকাতা মিশনের পতাকা উত্তোলন বহির্বিশ্বে আরও কয়েকটি মিশন অনুসরন করে। এ ঘটনা নিয়ে ১৯৭১ সালে ১৯ এপ্রিল কলকাতার প্রথম সারির সব পত্রিকায় সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। যা সারা বিশ্বে সাড়া ফেল দেয়।

এমআইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।