যুক্তরাষ্ট্রে জন্মদিনের অনুষ্ঠানে গোলাগুলি, একাধিক শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:২৭ পিএম, ১৬ এপ্রিল ২০২৩
ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আলাবামায় একটি জন্মদিনের অনুষ্ঠানে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একাধিক শিশু নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ডেডেভিলের ই গ্রিন স্ট্রিট ও এন ব্রডনাক্স স্ট্রিট এলাকায় এ ঘটনা ঘটে। তবে আনুষ্ঠানিকভাবে এখনো ভুক্তভোগীদের সঠিক সংখ্যা জানানো হয়নি। প্রত্যক্ষদর্শী একজনের তোলা ছবিতে দেখা গেছে, ছয় শিশুর মরদেহ পড়ে রয়েছে।

আরেক প্রত্যক্ষদর্শী জানিয়েছে, মোট ভুক্তভোগীর সংখ্যা প্রকৃতপক্ষে আরও বেশি। মরদেহগুলো ঢেকে রাখা হয়েছে বলেও জানান তিনি।

এ ঘটনার পর টুইটারে পোস্ট করা এক ছবিতে দেখা গেছে, বেশ কিছু পরিবারের সদস্যরা একটি হাসপাতালের বাইরে জড়ো হয়েছে।

যুক্তরাষ্ট্রে উল্লেখযোগ্য হারে বেড়েছে বন্দুক হামলা। প্রায়ই দেশটির কোনো না কোনো অঙ্গরাজ্যে নৃশংস বন্দুক হামলার ঘটনা ঘটছে। যা থেকে রেহাই পাচ্ছে না শিশুরাও। ২০২১ সালে যুক্তরাষ্ট্রে ৬১টি বন্দুক হামলার ঘটনা ঘটে। যা আগের বছর অর্থাৎ ২০২০ সালের তুলনায় ৫২ শতাংশ বেশি। এফবিআইয়ের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।