শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রের কথা স্বীকার


প্রকাশিত: ০৫:০৮ এএম, ০৭ ডিসেম্বর ২০১৪

আসামে গ্রেফতার হওয়া শাহানূর আলম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনার কথা স্বীকার করেছেন বলে টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে।

সূত্রের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, জেএমবি (জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশ) ‘বৃহৎ ইসলামী বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করেছিল। গোয়েন্দাদের জেরার মুখে শাহানূর এ কথা জানান।

ভারতের জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) সদস্যরা আসামের কারাগারে শাহানূরকে জিজ্ঞাসাবাদ করছে। তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য কলকাতায় আনা হবে। সেখানে খালেদ, হাকিম ও সাজিদ নামে আরও তিন জেএমবি সদস্য বন্দী রয়েছে।

এর আগে শুক্রবার সন্ধ্যায় আসামের নলবাড়ি থেকে গ্রেফতার করা হয়। গত অক্টোবরে বর্ধমানে বিস্ফোরণের ঘটনায় তাকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।