মিয়ানমারে সামরিক বাহিনীর হামলায় শতাধিক নিহতের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:১৬ পিএম, ১২ এপ্রিল ২০২৩
ছবি সংগৃহীত

মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠীগুলোর ওপর বিমান হামলা চালিয়েছে সামরিক বাহিনী। মঙ্গলবারের (১১ এপ্রিল) ওই হামলায় শতাধিক নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। চলমান গৃহযুদ্ধের মধ্যে এটি সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর মধ্যে একটি।

হামলা থেকে প্রাণে রক্ষা পাওয়ারা জানিয়েছেন, এখন পর্যন্ত ৮০ মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে।

আরও পড়ুন>মিয়ানমারে সামরিক বাহিনীর হামলায় নিহত ৪০

উত্তর-পশ্চিমাঞ্চলের একটি গ্রামকে লক্ষ্য করে যে হামলা চালানো হয়েছে তার নিন্দা জানিয়েছে জাতিসংঘ।

২০২১ সালের ফেব্রুয়ারিতে ক্ষমতা দখলের পর সামরিক বাহিনীর সদস্যরা বিরোধী গোষ্ঠীগুলোর ওপর হামলা চালিয়ে আসছে।

সামরিক জান্তার মুখপাত্র জেনারেল জাও মিন তুন রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, হ্যাঁ, আমরা বিমান হামলা চালিয়েছি।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। কিন্তু তা মেনে নেয়নি দেশটির সাধারণ মানুষ। অভ্যুত্থানের বিরোধিতায় রাস্তা নেমে আসেন তারা। শুরু হয় ব্যাপক সহিংসতা, ধরপাকড়।

জাতিসংঘ মানবাধিকার অফিসের হিসাবে, মিয়ানমার জান্তা সরকারের হাতে এ পর্যন্ত অন্তত দেড় হাজার বিক্ষোভকারী প্রাণ হারিয়েছেন। হামলা-সহিংসতায় নিহতের সংখ্যা আরও কয়েক হাজার হতে পারে।

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।