কলকাতা বিমানবন্দরে বসলো ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৫৩ পিএম, ০১ এপ্রিল ২০২৩
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গ প্রতিনিধি: 

এখন থেকে শুধু চেহারা দেখিয়ে বিমানবন্দরে প্রবেশের ছাড়পত্র মিলবে। এই অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে এলো কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর। চেহারার ছবি মিলিয়ে পরিচয় যাচাইয়ের সুবিধা নিয়ে চেক-ইন বা প্রবেশের অধিকার মিলবে বিমানবন্দরটিতে।

গত শুক্রবার (৩১ মার্চ) থেকে কলকাতা বিমানবন্দরে চালু হয়েছে চেহারা শনাক্তকরণ প্রক্রিয়া বা ফেসিয়াল রিকগনিশন বেসড বোর্ডিং সিস্টেম। ভারত সরকারের ‘ডিজি যাত্রা’ প্রকল্পের অধীনে চালু হয়েছে এই সেবা।

আরও পড়ুন>> সারারাত খোলা কলকাতার ইফতার বাজার

গত ২১ ফেব্রুয়ারি পরীক্ষামূলকভাবে নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দরে শুরু হয়েছিল ফেসিয়াল রিকগনিশন বেসড বোর্ডিং সিস্টেম। এরই মধ্যে কয়েক হাজার যাত্রী এই প্রযুক্তি ব্যবহার করেছেন।

প্রাথমিকভাবে শুধু স্পাইসজেট, এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, ভিস্তারা ও গো-ফার্স্ট ফ্লাইটের জন্য মিলবে এই সুবিধা। কলকাতা ছাড়াও ভারতের রাজধানী দিল্লি এবং বেঙ্গালুরুর ও বারাণসী বিমানবন্দরেও রয়েছে এ প্রযুক্তি।

আরও পড়ুন>> কলকাতা নিউমার্কেটে বাংলাদেশিদের ভিড়, মিলছে না হোটেলরুম

এই সুবিধা পেতে ‘ডিজি যাত্রা’ অ্যাপে নিজের ছবি ও বিস্তারিত তথ্য দিতে হবে। বোর্ডিং পাস ডাউনলোড করে স্ক্যান করে নিতে হবে। বিমানবন্দরে সংশ্লিষ্ট গেটে গিয়ে ফেসিয়াল রিকগনিশন বোর্ডিং কার্ডের বার কোড স্ক্যান করতে হবে। এরপরেই ভেতরে প্রবেশ করা যাবে। প্রবেশের পরে হবে দেহতল্লাশি।

জানা গেছে, বিমানবন্দরের ২বি এবং ৩এ গেট দিয়ে প্রবেশ করে ১, ২ ও ৩ নম্বর নিরাপত্তার বেষ্টনী পার করে ১৮ থেকে ২৩ নম্বর বোর্ডিং গেটে এই সুবিধা মিলবে।

আরও পড়ুন>> কলকাতায় সোনার দাম কত?

এর ফলে যাত্রীদের সময় সাশ্রয়ের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার হবে বলে আশা করছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।