ভারতীয় টেনিসের উন্নতি হবে : সানিয়া


প্রকাশিত: ১০:৪৪ এএম, ০৬ ডিসেম্বর ২০১৪

ইন্টারন্যাশনাল প্রিমিয়ার টেনিস লিগ (আইপিটিএল) ভারতীয় টেনিসের উন্নতিতে ব্যাপক ভূমিকা রাখবে বলে মনে করছেন দেশটির জনপ্রিয় টেনিস তারকা সানিয়া মির্জা।

এক সংবাদ সম্মেলনে সানিয়া বলেছেন, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্লেয়ারদের যোগ্যতা অসাধারণ। এর মাধ্যমে উপকৃত হবেন দেশের উদীয়মান টেনিস প্লেয়াররা। আমার বিশ্বাস, এটা তাদের অনুপ্রেরণা দেবে। এর সঙ্গে সমৃদ্ধ ও উপকৃত হবে দেশের টেনিস।

এই টুর্নামেন্টে সানিয়া খেলছেন ইন্ডিয়া এক্সের হয়ে। দলে আরও রযেছেন স্বদেশী রোহান বোপানা। সানিয়ার মতে, এর আগে কাছ থেকে ভারতীয় টেনিস প্লেয়াররা একসঙ্গে বিশ্বের সেরা খেলোয়াড়দের এমন পারফরম্যান্স দেখতে পারেননি। নতুনদের জন্য এটি দারুণ একটি সুযোগ নিজেদের ভুলক্রুটি নিয়ে কাজ করার। কারণ টিভিতে লাইভ দেখা আর মাঠে বসে খেলা দেখার মধ্যে অনেক তফাৎ রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।