আজও ঢাকার বায়ু অস্বাস্থ্যকর
বায়ুদূষণ ঢাকার একটি গুরুত্বপূর্ণ সমস্যা। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না শহরটির দূষণ। প্রায় সব সময় ঢাকার দূষণ এমন পর্যায়ে থাকে যা মানুষের জন্য ক্ষতিকর। আজ (২৮ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্সে দেখা গেছে, ঢাকার বায়ুর মান অস্বাস্থ্যকর এবং বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয়।
এদিন তালিকায় প্রথম স্থানে দেখা গেছে, পাকিস্তানের লাহরকে। শহরটির স্কোর ২০০। অন্যদিকে ১৯৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই।
আরও পড়ুন>শীতকালে ১৬ গুণ বেশি দূষিত ঢাকার বায়ু, শীর্ষে শাহবাগ
বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় অবস্থানে থাকা বাংলাদেশের রাজধানী ঢাকার স্কোর ১৯৪। এই মান মানুষের জন্য অস্বাস্থ্যকর। ঢাকার পরেই রয়েছে দিল্লি। পঞ্চম স্থানে রয়েছে চীনের উহান। শহর দুইটির স্কোর যথাক্রমে ১৭১ ও ১৬৮।
বায়ু পরিমাপের এ সূচকে স্কোর ১০১-২০০ এর মধ্যে থাকলে অস্বাস্থ্যকর বলে বিবেচিত হয়। আর স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে ভালো বলে ধরে হয়। ৫১-১০০ মোটামুটি, ১০১-১৫০ পর্যন্ত সতর্কতামূলক ও ২০১-৩০০ এর মধ্যে থাকলে খুবই অস্বাস্থ্যকর বলা হয়। আর ৩০১ এর বেশি স্কোরকে বলা হয় বিপজ্জনক।
এমএসএম