পশ্চিমবঙ্গে বাড়ছে করোনার সংক্রমণ, মৃত ১
ধৃমল দত্ত, কলকাতা:
পশ্চিমবঙ্গে ফের বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ। শনিবার (২৫ মার্চ) কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে ৭২ বছর বয়সী এক ব্যক্তির করোনায় মৃত্যু হয়েছে।
তবে করোনায় আক্রান্ত হওয়ার পাশাপাশি অন্যান্য শরীরিক সমস্যাও ছিল গোবিন্দ কুন্ডু নামের ওই ব্যক্তির।
শুক্রবার (২৪ মার্চ) রাতে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সল্টলেকের আমরি হাসপাতালে থেকে কলকাতার বেলেঘাটা আইডিতে স্থানান্তর করা হয়। অবস্থা সংকটজনক হওয়ায় তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছিল।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বেশি বয়স ছাড়াও বিভিন্ন শারীরিক সমস্যা ছিল গোবিন্দ কুণ্ডু। তার আগে থেকেই সিওপিডি সমস্যা ও উচ্চ রক্তচাপ ছিল।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোা আক্রান্ত হয়েছে নয়জন। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের কড়া নির্দেশ হলো হাসপাতালগুলোতে চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা রাখা।
তাছাড়া পরিস্থিতি মোকাবিলায় সোমবার কেন্দ্রের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে স্বাস্থ্য ভবনের কর্মকর্তারা।
এমএসএম