তৃতীয় সন্তানের বাবা হলেন মার্ক জাকারবার্গ
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ও প্রিসিলা চ্যান তৃতীয় সন্তানের বাবা-মা হয়েছেন। ইনস্টাগ্রাম পোস্টে মার্ক জাকারবার্গ নিজেই এই খুশির সংবাদ ভক্ত-অনুরাগীদের জানিয়েছেন।
মার্ক জাকারবার্গ তার তৃতীয় সন্তানের নাম রেখেছেন অরেলিয়া চ্যান জাকারবার্গ। ইনস্টাগ্রাম পোস্টে জাকারবার্গ লিখেছেন, ‘অরেলিয়া চ্যান জাকারবার্গ, তোমাকে এই পৃথিবীতে স্বাগত! তুমি ছোট্ট এক আশীর্বাদ হয়ে এলে।’
আরও পড়ুন> ২০ বছরেই যেভাবে সফলতার চূড়ায় পৌঁছান জাকারবার্গ
মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গকে এরই মধ্যে অনেকে অভিনন্দন জানিয়েছেন।
২০১২ সালে বিয়ে করেন মার্ক জাকারবার্গ ও প্রিসিলা চ্যান। চ্যান একজন শিশুরোগ বিশেষজ্ঞ ও সমাজসেবী। তাদের ঘরে আরও দুটি কন্যা সন্তান রয়েছে। ২০১৫ সালের ডিসেম্বরে জাকারবার্গের প্রথম সন্তান মাক্সিমা চ্যান জাকারবার্গ জন্ম নেয়। ২০১৭ সালের আগস্টে জন্ম হয় দ্বিতীয় সন্তানটির। তার নামও রাখা হয় আগস্ট।
আরও পড়ুন> স্ত্রীর বেবি বাম্পের ছবি শেয়ার করলেন মার্ক জাকারবার্গ
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময়ই চ্যানের সঙ্গে মার্ক জাকারবার্গের পরিচয় হয়। ২০০৩ সালে প্রেমের সম্পর্কে জড়ান তারা। এরপর বিয়ের পিঁড়িতে বসেন এই জুটি।
সূত্র: এনডিটিভি
এসএনআর/এমএস