কানাডায় পথচারীদের ওপর উঠে গেলো ট্রাক, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৭ এএম, ১৪ মার্চ ২০২৩

কানাডায় পথচারীদের ওপর ট্রাক উঠে যাওয়ার ঘটনায় ২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৯ জন। আহত ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। স্থানীয় সময় সোমবার (১৩ মার্চ) এ ঘটনা ঘটে। দেশটির পুলিশ নিশ্চিত করেছে এসব তথ্য।

কুইবেক পুলিশের মুখপাত্র হেলেন সেন্ট পিয়েরে এএফপিকে জানান, এ ঘটনায় ৩৮ বছর বয়সীকে একজনকে আটক করা হয়েছে। কুইবেক সিটির উত্তরে আমকুইয়ে ঘটে এ ঘটনা। কী উদ্দেশ্যে ওই ব্যক্তি ট্রাক উঠিয়ে দিয়েছেন সেটির তদন্ত চলছে বলেও জানান তিনি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে , এটি একটি বিচ্ছিন্ন ঘটনা।

ওই এলাকায় হামলার কোনো আশঙ্কা নেই এবং সন্দেহভাজন একজন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

প্রত্যক্ষদর্শীরা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, একটি ট্রাক ফুটপাতে উঠে যায় এবং বেশ কয়েকজনকে ধাক্কা দেয়। এরপর সামনে দিকে আরও চারশ থেকে পাঁচশ মিটার চলে যায় ট্রাকটি এবং আশপাশের লোকজনকে চাপা দেয়।

পুলিশ বলছে, নিহত দুই জনের বয়স ৬০ ও ৭০ বছর। এ ঘটনায় ৩ জন শিশুও আহত হয়েছে বলে জানায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা।

সূত্র: এএফপি, এনডিটিভি

এসএনআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।