‘শস্য চুক্তি নবায়ন’ আলোচনায় অংশ নেয়নি রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:৫৩ পিএম, ১২ মার্চ ২০২৩

কৃষ্ণ সাগর দিয়ে শস্য পরিবহনের ক্ষেত্রে গত বছর রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি চুক্তি হয়। যদিও এই চুক্তির মেয়াদ প্রায় শেষের দিকে। এরই মধ্যে এ নিয়ে আলোচনা শুরু করেছে ইউক্রেন। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আলোচনায় অংশ নেয়নি রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল-জাজিরার।

রুশ পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, এই বিষয়ে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি। তাছাড়া এ সংক্রান্ত কোনো আলোচনায় রাশিয়ার কোনো প্রতিনিধিও অংশ নেই।

আরও পড়ুন>শস্য চুক্তি নবায়নে ইউক্রেনের আলোচনা

তিনি বলেন, শস্য চুক্তি নবায়নের বিষয়টি নিয়ে আগামী ১৩ মার্চ জেনেভায় রাশিয়া ও জাতিসংঘের প্রতিনিধি দল আলোচনা করবে।

সম্প্রতি ইউক্রেন সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, কৃষ্ণ সাগর দিয়ে শস্য রপ্তানি চুক্তিটি নবায়ন করতে অংশীদারদের সঙ্গে আলোচনা শুরু করেছে ইউক্রেন।

গত বছরের জুনে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় কৃষ্ণসাগর দিয়ে শস্য রপ্তানির ক্ষেত্রে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চুক্তি হয়। এর মেয়াদ শেষ হবে ১৮ মার্চ।

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।