ইতালি যাওয়ার পথে ১৭ অভিবাসীর মৃত্যু
লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে অন্তত ১৭ অভিবাসীর মৃত্যু হয়েছে। শুক্রবার ইতালির গণমাধ্যমে এ কথা বলা হয়েছে।
খবরে বলা হয়েছে, অভিবাসীরা পানিশূন্যতা কিংবা হাইপোথার্মিয়াতে মারা যেতে পারেন। প্রাথমিক তদন্তের বরাত দিয়ে দেশটির রাই টেলিভিশন এ কথা বলেছে।
ইতালির নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা সিসিলি দ্বীপের দক্ষিণ থেকে লাশগুলো উদ্ধার করেছে। এ সময় জীবিত অন্তত ৭৬ জনকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আরও কোনো অভিবাসী নিখোঁজ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
রাই টেলিভিশন বলেছে, অপর এক অভিযানে দেশটির নৌবাহিনী প্রায় দুই শ’ অভিবাসীকে উদ্ধার করেছে। গত দুই বছরে আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে অনেক অভিবাসী ইতালিতে পাড়ি জমিয়েছেন। - সিনহুয়া