ইতালিতে পৌঁছালো এক হাজার অভিবাসনপ্রত্যাশী

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:৫৭ পিএম, ১১ মার্চ ২০২৩
ফাইল ছবি

সমুদ্র থেকে উদ্ধার করে এক হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশীকে ইতালির উপকূলে নিয়ে আসা হয়েছে। এর আগে দেশটির কোস্টগার্ড তিনটি নৌকায় উদ্ধার অভিযান পরিচালনা করে। কারণ ওই নৌকাগুলো উত্তল সমুদ্রে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়, কোস্টগার্ডের একটি জাহাজে ক্যালাবিরিয়ার রিজিও শহরে ৫৮৪ জনকে ও অন্য একটি মাছ ধরার নৌকায় ৪৮৭ জনকে করোটন বন্দরে নিয়ে আসা হয়।

এর আগে সিসিলি উপকূল থেকে ২০০ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধারের কথা জানায় স্থানীয় কর্মকর্তরা। তাদের ক্যাটানিয়ায় পাঠানোর কথাও জানানো হয়।

গত বুধবার থেকে চার হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী ইতালিতে পৌঁছেছে। গত বছরের পুরো মার্চ মাসে এই সংখ্যা ছিল এক হাজার তিনশ। দেশটির বর্তমান সরকার অভিবাসনপ্রত্যাশীদের ঠেকাতে নানা পদক্ষেপ নিলেও অবস্থার উন্নতি হচ্ছে না।

জানা গেছে, শুক্রবার ইতালির গোস্টগার্ড উদ্ধার অভিযান চালানোর জন্য সমুদ্রে কয়েকটি টিম পাঠায়। গত মাসের মতো দুর্ঘটনা এড়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়।

এমএসএম

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।