সৌদি-ইরানের সম্পর্কের পালে হাওয়া, খুলছে দূতাবাস

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:১৭ পিএম, ১০ মার্চ ২০২৩
ছবি সংগৃহীত

পুনরায় সম্পর্ক প্রতিষ্ঠা করতে রাজি হয়েছে সৌদি আরব ও ইরান। এর অংশ হিসেবে দেশ দুইটি আগামী ৬০ দিনের মধ্যে দূতাবাস চালু করবে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে শুক্রবার (১০ মার্চ) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, চীনের রাজধানী বেইজিংয়ে আলোচনার পর সৌদি আরব ও ইরান এই সিদ্ধান্ত নিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা নিউজ জানিয়েছে, আলোচনার মাধ্যমে ইরান ও সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠায় রাজি হয়েছে। আগামী দুই মাসের মধ্যে দূতাবাস খোলা হবে বলেও নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইরান ও সৌদি আরবের এই সিদ্ধান্ত আগে বাস্তবায়ন করা হবে। পরে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী কূটনীতিক নিয়োগ দেবেন।

সৌদির প্রেস এজেন্সি এই বিষয়ে দেশ দুইটির মধ্যে যে চুক্তি হয়েছে তা নিশ্চিত করেছে। সৌদি আরব ও ইরান একে অপরের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ বিষয়ে শ্রদ্ধা প্রদর্শনেও সম্মত হয়েছে বলে জানানো হয়।

এই পদক্ষেপের অংশ হিসেবে রিয়াদ ও তেহরান ২০০১ সালের একটি নিরাপত্তা সহযোগিতা চুক্তি সক্রিয় করতেও সম্মত হয়েছে।

বিক্ষোভকারীরা সৌদি কূটনৈতিক পোস্টে আক্রমণ করার পর ২০১৬ সালে ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেশটি।

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।