পশ্চিমবঙ্গে বিদ্যুতের দাম বাংলাদেশের চেয়ে কম না বেশি?

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৪৫ এএম, ১০ মার্চ ২০২৩
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গ প্রতিনিধি

বাংলাদেশে গত দুই মাসে তিনবার বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম। প্রতিবারই গ্রাহক পার্যায়ে পাঁচ শতাংশ করে দাম বাড়িয়েছে সরকার৷ এ নিয়ে তথ্যমন্ত্রী এবং পরিকল্পনা প্রতিমন্ত্রীর সাম্প্রতিক দুটি বক্তব্যে বেশ বিতর্ক তৈরি হয়েছে। পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম দাবি করেছেন, বিদ্যুতের দাম পাঁচ শতাংশ বাড়ানো খুব বেশি নয়। আর তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ভারতের চেয়ে বাংলাদেশে বিদ্যুতের দাম এখনো অনেক কম।

বাংলাদেশে সবশেষ গত ২৮ ফেব্রুয়ারি বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। নতুন ঘোষণা অনুসারে, দেশে আবাসিকে সর্বনিম্ন বিদ্যুতের দাম বেড়ে ইউনিটপ্রতি ৪ টাকা ৩৫ পয়সা এবং সর্বোচ্চ ১৩ টাকা ২৬ পয়সা হয়েছে। কৃষি খাতে প্রতি ইউনিট বিদ্যুতের দাম এখন ৪ টাকা ৮২ পয়সা। ক্ষুদ্র শিল্পে ফ্ল্যাট রেট ৯ টাকা ৮৮ পয়সা। ‘বাণিজ্যিক ও অফিস’ শ্রেণিতে ইউনিটপ্রতি ফ্ল্যাট রেট ১১ টাকা ৯৩ পয়সা।

jagonews24

তবে বাংলাদেশের মতো ভারতের সবখানে বিদ্যুতের দাম একই নয়। রাজ্যভেদে যথেষ্ট ভিন্নতা রয়েছে। চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশের পার্শ্ববর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে বিদ্যুতের দাম কেমন-

পশ্চিমবঙ্গে বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে রয়েছে দুটি সংস্থা। প্রথমটি পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড (ডব্লিউএসইবি)। এটি মোটামুটি গোটা রাজ্যেই বিদ্যুৎ সরবরাহ করে। দ্বিতীয়টি সঞ্জীব গোয়েনকার মালিকাধীন দ্য ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই করপোরেশন লিমিটেড (সিইএসসি)। এটি মূলত কলকাতা ও তার পার্শ্ববর্তী শহরাঞ্চলগুলোতে বিদ্যুৎ সরবরাহ করে।

প্রথমে আসা যাক সরকারি বিদ্যুৎ সংস্থা ডব্লিউএসইবির হিসাবে। গ্রামাঞ্চলের আবাসিকে তাদের বিদ্যুতের মাশুল ১০২ ইউনিট ব্যবহারের ক্ষেত্রে প্রতি ইউনিট ৫.২৬ রুপি, ১০৩ থেকে ১৮০ ইউনিট ব্যবহারের ক্ষেত্রে প্রতি ইউনিট প্রতি ৫.৮৫ রুপি, ১৮১-৩০০ ইউনিট ব্যবহারের ক্ষেত্রে প্রতি ইউনিট ৬.৭৩ রুপি।

এরপর বিদ্যুতের ব্যবহার যত বাড়ে ধাপে ধাপে ইউনিটপ্রতি দামও বৃদ্ধি পেতে থাকে। যদি কোনো ব্যবহারকারী এক মাসে ৯০০ ইউনিট বা তার বেশি বিদ্যুৎ ব্যবহার করেন, তাহলে তাকে ইউনিটপ্রতি বিদ্যুতের দাম দিতে হয় ৮.৯৯ রুপি।

তবে শহরাঞ্চলে ডব্লিউএসইবির বিদ্যুতের দাম সামান্য বেশি। এসব এলাকায় ১০২ ইউনিট ব্যবহারের ক্ষেত্রে খরচ পড়ে ইউনিটপ্রতি ৫.৩৭ রুপি, ১০৩ থেকে ১৮০ ইউনিট ব্যবহারে ইউনিটপ্রতি ৫.৯৭ রুপি, ১৮১ থেকে ৩০০ ইউনিট ব্যবহারের ক্ষেত্রে খরচ ইউনিটপ্রতি ৬.৯৭ রুপি। তবে ৯০০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে গ্রামাঞ্চল ও শহরাঞ্চলের দাম একই, ৮.৯৯ রুপি।

এরপর সিইএসসি’র হিসাব। শহরাঞ্চলে সিইএসসি গ্রাহকদের ২৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে খরচ ইউনিটপ্রতি ৪.৮৯ রুপি, ৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে খরচ ইউনিটপ্রতি ৫.৪০ রুপি। এভাবে ধাপে ধাপে বাড়বে বিদ্যুতের ইউনিটের দাম।

দেখা যায়, কলকাতার শহরাঞ্চলে সাধারণ মধ্যবিত্ত পরিবারে মাসে প্রায় ৩০০ ইউনিট বিদ্যুৎ লাগে। অর্থাৎ, এর পেছনে তাদের মাসিক খরচ প্রায় দুই হাজার রুপি।

কেএএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।