অস্ট্রেলিয়ায় তীব্র তাপপ্রবাহ, ছড়িয়ে পড়েছে দাবানল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:২৮ পিএম, ০৭ মার্চ ২০২৩
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের বেশ কিছু এলাকায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকায় সেখানের পরিস্থিতি আরও খারাপ হতে পারে। মঙ্গলবার (৭ মার্চ) দেশটির ফায়ার সার্ভিস সতর্ক করে এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।

দুই বছর বন্যা-বৃষ্টির পর অস্ট্রেলিয়ায় ফের উষ্ণ আবহাওয়া বিরাজ করছে। ২০১৯ ও ২০২০ সালের ‘ব্লাক সামারের’ পর নিউ সাউথ ওয়েলসের পরিস্থিতি খারাপ হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সিডনি থেকে ২৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলে দাবানল ছড়িয়ে পড়েছে। গত দুই বছরের মধ্যে এই প্রথম এ বিষয়ে জরুরি সতর্কতা জারি করা হয়েছে।

এরই মধ্যে কর্তৃপক্ষ অস্ট্রেলিয়ার জনবহুল রাজ্য নিউ সাউথ ওয়েলসে উদ্ধার কর্যক্রম শুরু করেছে। তাছাড়া দাবানলে বেশ কিছু ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার (৬ মার্চ) সেখানের কিছু অংশে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা ২০২১ সালের জানুয়ারির পর প্রথম।

ফায়ার কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবারও রাজ্যের ৩৩টি স্থানে দাবানল দেখা গেছে। যার মধ্যে ১০টি নিয়ন্ত্রণের বাইরে।

এমএসএম

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।