বেলারুশ

শান্তিতে নোবেল জয়ীর ১০ বছর কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:৫১ পিএম, ০৩ মার্চ ২০২৩
অ্যালেস বিলিয়াতস্কিকে

বেলারুশে শান্তিতে নোবেল জয়ী অ্যালেস বিলিয়াতস্কিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির এক আদালত। বেলারুশের এই শীর্ষ মানবাধিকারকর্মী ২০২২ সালে শান্তিতে নোবেল পান। খবর আল-জাজিরার।

এর আগে বিলিয়াতস্কি ও তার প্রতিষ্ঠিত ভিয়াসনা মানবাধিকার কেন্দ্রের অন্য তিনজনের বিরুদ্ধে বিক্ষোভে অর্থায়ন ও অর্থ পাচারের অভিযোগ আনা হয়।

নির্বাসিত বেলারুশিয়ান বিরোধীদলীয় নেতা সভিয়াতলানা সিখানৌস্কায়া বলেছেন বিলিয়াতস্কি ও দণ্ডিত অন্যান্য কর্মীদের অন্যায়ভাবে দোষী সাব্যস্ত করা হয়েছে। এই রায়কে ভয়াবহ বলেও অভিহিত করা হয়েছে।

এক টুইট বর্তায় তিনি বলেন, অবিচার ও তাদের মুক্ত করতে সব ধরনের লড়াই- সংগ্রাম আমরা করবো।

বেলারুশের প্রসিকিউটররা তার ১২ বছরের সাজা চেয়েছিল। যদিও আনা অভিযোগকে অস্বীকার করেছেন অ্যালেস বিলিয়াতস্কি।

অ্যালেস বিলিয়াতস্কির বয়স ৬০ বছর। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অ্যালেকজান্ডার ‍লুকাশেঙ্কোকে প্রেসিডেন্ট ঘোষণার পর বেলারুশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এরপর বিলিয়াতস্কিসহ অসংখ্য মানবাধিকারকর্মী গ্রেফতার করা হয়।

এমএসএম

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।