দুর্দিনে আদানির ত্রাতা কে এই রাজিব জৈন?
বিপৎকালে আদানি গ্রুপের চারটি কোম্পানির শেয়ার কিনে হঠাৎ আলোচনায় উঠে এসেছে জিকিউজি পার্টনারস নামে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বিনিয়োগ সংস্থা; আরও স্পষ্টভাবে বললে, সংস্থাটির চেয়ারম্যান রাজিব জৈন। শুক্রবার (৩ মার্চ) জিকিউজি থেকে ১৮৭ কোটি মার্কিন ডলার বিনিয়োগ পাওয়ার ঘোষণা দিয়েছে আদানি গ্রুপ। ভারতীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় সাড়ে ১৫ হাজার কোটি রুপি।
দুর্দিনে গৌতম আদানির জন্য এমন মোটা অংকের বিনিয়োগ পাওয়া অনেক বড় স্বস্তির, তা বলা বাহুল্য। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা হিনডেনবার্গ রিসার্চের অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর থেকে এই প্রথম বড় কোনো বিনিয়োগপ্রাপ্তির কথা জানালো আদানি গ্রুপ। ফলে স্বাভাবিকভাবেই সবার নজরে চলে এসেছেন আদানির ত্রাতা হয়ে আসা বিনিয়োগকারী রাজিব জৈন।
কে এই রাজিব?
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবর অনুসারে, রাজিব জৈনের জন্ম ও বেড়ে ওঠা ভারতে। মিয়ামি বিশ্ববিদ্যালয়ে এমবিএ পড়ার জন্য ১৯৯০ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। ২৩ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন রাজিব জিকিউজি পার্টনারস প্রতিষ্ঠা করেন ২০১৬ সালে। তিনি একইসঙ্গে সংস্থাটির চেয়ারম্যান এবং প্রধান বিনিয়োগ কর্মকর্তা হিসেবে দায়িত্বপালন করছেন।
আরও পড়ুন>> এক ঝড়ে তৃতীয় থেকে ৩০তম ধনী আদানি
রাজিবের লিংকডইন প্রোফাইল অনুসারে, তিনি জিকিউজির পোর্টফোলিও ম্যানেজারও। ২০১২ সালে মর্নিংস্টার ফান্ড ম্যানেজার অব দ্য ইয়ার (গ্লোবাল ইক্যুইটিজ) হিসেবে পৃরস্কৃত হন রাজিব জৈন৷ গত মাসে মর্নিংস্টার অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডে ‘বর্ষসেরা ফান্ড ম্যানেজার- গ্লোবাল ইক্যুইটিজ’ হিসেবে তার সংস্থা জিকিউজির নাম ঘোষণা করা হয়েছে।
লাইভমিন্ট জানিয়েছে, ১৯৯৪ সালে রাজিবের কর্মজীবন শুরু হয়েছিল পোর্টফোলিও ম্যানেজার হিসেবে। ২০০২ সালের জানুয়ারি মাসে ভন্টোবেল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে প্রধান বিনিয়োগ কর্মকর্তা ও ইক্যুইটি প্রধান হিসেবে যোগ দেন তিনি। ভালো পারফরম্যান্সের কারণে ২০১৪ সালের মার্চ মাসে কো-সিইও পদে পদোন্নতি পান রাজিব। ২০১৬ সালের মে মাস পর্যন্ত ওই পদেই ছিলেন তিনি। এরপর নিজের বিনিয়োগ সংস্থা জিকিউজি পার্টনারস প্রতিষ্ঠা করেন।
আরও পড়ুন>> ভারতের পতাকায় শরীর ঢেকে দেশ লুট করছেন আদানি
জিকিউজির বেশিরভাগ শেয়ারের মালিক রাজিব। আদানি গ্রুপের আগে ভারতে আইটিসি, এইচডিএফসি, আরআইএল, আইসিআইসিআই ব্যাংক, এসবিআই, সান ফার্মা, ইনফোসিস এবং ভারতী এয়ারটেলের মতো কোম্পানিগুলোতে বিনিয়োগ করেছেন তিনি।
জিকিউজি প্রধান রাজিব এক বিবৃতিতে বলেছেন, তিনি মনে করেন, আদানি গ্রুপের কোম্পানিগুলোতে দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির প্রচুর সম্ভাবনা রয়েছে। তার মতে, এ প্রজন্মের সেরা উদ্যোক্তাদের মধ্যে একজন হলেন গৌতম আদানি।
আরও পড়ুন>> স্নাতক ডিগ্রি ছাড়াই বিশ্বের তৃতীয় শীর্ষ ধনী আদানি
রয়টার্সের খবর অনুসারে, আদানি গ্রুপের মূল কোম্পানি আদানি এন্টারপ্রাইজেস লিমিটেডের ৩ দশমিক ৪ শতাংশ শেয়ার কিনেছে জিকিউজি। এতে খরচ হয়েছে প্রায় ৬৬ কোটি ২০ লাখ ডলার। এছাড়া ৬৪ কোটি ডলারে আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন লিমিটেডের ৪ দশমিক ১ শতাংশ শেয়ার, ২৩ কোটি ডলারে আদানি ট্রান্সমিশন লিমিটেডের ২ দশমিক ৫ শতাংশ শেয়ার এবং ৩৪ কোটি ডলারে আদানি গ্রিন এনার্জি লিমিটেডের ৩ দশমিক ৫ শতাংশ শেয়ার কিনেছে মার্কিন সংস্থাটি।
যুক্তরাষ্ট্র থেকে বিনিয়োগের খবর ছড়ানোর পরপরই শুক্রবার আদানি এন্টারপ্রাইজেসের শেয়ারের দর বেড়েছে প্রায় ১৭ দশমিক ৫ শতাংশ। এছাড়া আদানি পোর্টসের শেয়ারের দর বেড়েছে ১০ শতাংশ এবং আদানি গ্রিন এনার্জি ও আদানি ট্রান্সমিশনের শেয়ারের দর বেড়েছে প্রায় পাঁচ শতাংশ।
আরও পড়ুন>> ঘুরে দাঁড়াচ্ছেন আদানি
তবে আদানি গ্রুপে বিনিয়োগের ঘোষণার পর জিকিউজি’র সিডনিভিত্তিক শেয়ারের দর কমে গেছে প্রায় তিন শতাংশ।
কেএএ/