টমেটো নিয়ে কাড়াকাড়ি যুক্তরাজ্যে

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:২১ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৩
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে ব্যাপকভাবে সবজির ঘাটতি দেখা দিয়েছে। বিশেষ করে টমেটোর ক্ষেত্রে। সরবরাহ ঘটতির কারণে দেশটির সুপারশপগুলোতে পর্যাপ্ত টমেটো পাওয়া যাচ্ছে না। ক্রেতারা নিজেদের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সবজি কিনতে পারছেন না। কেনাকাটায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে। খবর রয়টার্সের।

মূলত আফ্রিকা থেকে সবজি আমদানি করে যুক্তরাজ্য। কিন্তু এ বছর বৈরী আবহাওয়ার কারণে অঞ্চলটিতে ভালো ফলন হয়নি।

যুক্তরাজ্যের তৃতীয় বড় সুপারশপ আসডা টমেটো, গোলমরিচ, শসা, লেটুস, সালাদ ব্যাগ, ব্রকলি, ফুলকপি ও রাস্পবেরি কেনার ক্ষেত্রে অস্থায়ীভাবে তিন প্যাকের সীমা চালু করেছে।

শপিংমলটির একজন মুখপাত্র জানান, অন্যান্য সুপারশপের মতোই কিছু পণ্যের ক্ষেত্রে আমরাও চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি। এসব পণ্য দক্ষিণ স্পেন ও উত্তর আফ্রিকায় জন্মায়।

তাদের প্রতিদ্বন্দ্বী শপ মরিসনস টমেটো, শসা, লেটুস ও মরিচ কেনার ক্ষেত্রে প্রতি গ্রাহকের জন্য সর্বোচ্চ দুটি নির্ধারণ করা দেওয়ার কথা জানিয়েছে।

তাছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অনেক ছবিতে দেখা গেছে, সুপারশপগুলোর তাক ফল ও সবজিশূন্য। অনেক জায়গায়ই পাওয়া যাচ্ছে না টমেটো।

এমএসএম

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।