রাশিয়ার দূতাবাসের বাইরে ইউক্রেনের পতাকা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৪০ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৩
ছবি: সংগৃহীত

লন্ডনে রাশিয়ার দূতাবাসের সামনের একটি রাস্তায় ইউক্রেনের বড় পতাকা এঁকেছে অ্যাক্টিভিস্টরা। ইউক্রেনে রাশিয়ার হামলার বছরপূর্তিকে সামনে রেখে তারা এই পদক্ষেপ নিয়েছে। খবর সিএনএনের।

অ্যাক্টিভিস্ট গ্রুপটি টুইটারে তাদের কাজের একটি ছবি প্রকাশ করেছে। এতে দেখা গেছে, নীল ও হলুদ রং দিয়ে ইউক্রেনের ওই পতাকাটি আঁকা হয়েছে। যদিও তার ওপর দিয়েই গাড়ি চলছে।

তারা জানায়, আগামীকাল (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনে আগ্রাসনের এক বছর পূর্ণ হবে। একটি স্বাধীন দেশের মানুষের আত্মরক্ষার সব অধিকার রয়েছে।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালানোর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তারপর থেকেই চলেছে হামলা-পাল্টা হামলা। দেখা গেছে, রক্তক্ষয়ী সংঘর্ষ। মনে করা হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাই সবচেয়ে বড় সংঘাত। এরই মধ্যে লাখ লাখ নাগরিক ইউক্রেন ছেড়ে পালিয়েছে। বাস্তুচ্যুতির সংখ্যাও কম নয়। এত দিন পরও মনে হচ্ছে এই যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই।

এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে আমদানিনির্ভর দেশগুলো। কারণ জ্বালানি রপ্তানিতে যেমন রাশিয়া শীর্ষে রয়েছে, তেমনি খাদ্য রপ্তানিতে ছিল ইউক্রেনের অন্যতম অবদান। ইউক্রেনের শস্যের ওপর বিশ্বের অনেক দেশ নির্ভরশীল। তাই দেশ দুটির এমন যুদ্ধে দেশে দেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম লাগামহীনভাবে বেড়েছে। বিশেষ করে জ্বালানির ক্ষেত্রে। মূল্যস্ফীতি বেড়ে হয়েছে আকাশচুম্বী। তৃতীয় বিশ্বে সংকট আরও গভীর।

এমএসএম

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।