জাকার্তার সর্ববৃহৎ যৌনপল্লী উচ্ছেদ
বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে সবচেয়ে বড় যৌনপল্লী উচ্ছেদে অভিযান শুরু করেছে দেশটির সরকার। সোমবার সকাল থেকে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে কালিজোদো নামের যৌনপল্লীর কয়েক ডজন ভবন উচ্ছেদ শুরু করে কর্মকর্তারা। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।
জাকার্তার এই যৌনপল্লীতে দীর্ঘদিন ধরে হাজার হাজার যৌনকর্মী বাস করে আসছেন। সর্বশেষ এই পল্লী উচ্ছেদসহ দেশটিতে মোট ৭০টি যৌনপল্লী উচ্ছেদ করা হলো। ২০১৯ সালের মধ্যে ইন্দোনেশিয়া সরকার দেশের আরো শতাধিক যৌনপল্লী উচ্ছেদের পরিকল্পনা নিয়েছে।
কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে জাকার্তার পাশের এই যৌনপল্লীতে যৌনকর্মীদের বাড়ি ও ব্যবসা-প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। ওই যৌনপল্লীতে পার্ক গড়ে তোলার ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া সরকার।
পশ্চিম জাকার্তার মেয়র আনাস এফেন্দি বলেন, প্রথমে ওই এলাকার সব বাড়ি-ঘর ভেঙে ফেলা প্রয়োজন এবং এলাকাটিকে উন্মুক্ত সবুজ প্রান্তর হিসেবে ব্যবহার করা হবে। শুরুতে ওই এলাকায় এটাই প্রধান কাজ। এটা শেষ হওয়ার পর শিগগিরই আমরা পরবর্তী কাজ শুরু করবো।
চলতি মাসের শুরুর দিকে কালিজোদোতে একজন মাতাল চালকের মোটরসাইকেলের নিচে পড়ে অন্তত চারজন নিহত হয়। দুর্ঘটনার পর জাকার্তার গভর্নর বাসুকি তজাহাজা পুরনামা যৌনপল্লীটি উচ্ছেদের নির্দেশ দেন। ওই এলাকায় বসবাসকারী যৌনকর্মীদের আবাসনের জন্য সরকারি কিছু অ্যাপার্টমেন্টে জায়গা দেওয়া হয়েছে। এছাড়া যৌনকর্মীদের কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়েছে।
এসআইএস/পিআর