ইউক্রেনই পুতিনের শেষ গন্তব্য নয়: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৩ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৩
ছবি সংগৃহীত

আগ্রাসনের ক্ষেত্রে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গন্তব্য ইউক্রেনেই শেষ হবে না বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) আল-জাজিরার এক প্রতিবেদেন এ তথ্য জানানো হয়েছে।

ভার্চুয়ালি মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিয়ে জেলেনস্কি বলেন, পুতিন সব উপায়ে তার কার্যক্রম অব্যাহত রাখতে যাচ্ছেন। যেসব দেশ এক সময় সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল সেখানেও পুতিন অগ্রসর হবেন বলে দাবি করেন জেলেনস্কি।

আরও পড়ুন> ‘নজরদারি বেলুন’ নিয়ে চীনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন বাইডেন

জিলেনস্কি বলেন, রাশিয়া যুদ্ধে জয়ী হবে তা আমি মনে করি না।

তিনি বলেন, এই যুদ্ধে ইউক্রেনকে জয়ী হতেই হবে। এরই মধ্যে রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেন বাহিনী।

সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ কিয়েভের জন্য ইউক্রেনের মিত্রদের অস্ত্র সরবরাহ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। জার্মান চ্যান্সেলরও একই সুরে কথা বলেছেন।

এদিকে যুক্তরাষ্ট্রের আকাশসীমায় চীনা ‘নজরদারি বেলুন’ ও সেটি ভূপাতিত করার বিষয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কথা বলবেন বলে জানা গেছে।

এমএসএম

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।