ভারতে ছানি অপারেশনের পর ৬০ জনের দৃষ্টিহানি


প্রকাশিত: ০৪:২০ এএম, ০৫ ডিসেম্বর ২০১৪

ভারতের পাঞ্জাবে ছানি অপরাশেনের পর কমপক্ষে ৬০ ব্যক্তি দৃষ্টি শক্তি হারিয়েছেন। গুরুদাসপুর জেলায় একটি এনজিও আয়োজিত চক্ষুশিবিরে ওই অপারেশন করা হয়।

দৃষ্টি হারানোদের মধ্যে ১৬ জন অমৃতসরের আজনালা এলাকার পাশ্ববর্তী গাগো মাহাল গ্রামের বাসিন্দা। বাকিরা গুরুদাসপুর জেলার বাসিন্দা। তাদের সবার বয়স ৬০ বছরের বেশি। তাদের অমৃতসর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে অমৃতসরের ডেপুটি কমিশনার রবি ভগত জানিয়েছেন।

অমৃতসরের দৃষ্টি হারানো ১৬ জন ডেপুটি কমিশনারকে জানালে প্রশাসন বিষয়টি জানতে পারে। পরে খোঁজ নিয়ে দেখা যায় কমপক্ষে ৬০ জন তাদের দৃষ্টি শক্তি হারিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।