পশ্চিমবঙ্গ

দেড় মাসে ভাইরাসজনিত রোগে ১১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৩৮ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৩
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে রীতিমতো উদ্বেগ তৈরি করেছে চিকেন পক্স। কলকাতাসহ রাজ্যটির বিভিন্ন জেলা থেকে এই ভাইরাসজনিত রোগে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।

পশ্চিমবঙ্গের একমাত্র সংক্রমক ব্যাধির সুপার স্পেশালিস্ট হাসপাতাল কলকাতার বেলেঘাটা আইডি। এই হাসপাতালেই বেশির ভাগ রোগী সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছে।

হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, গতবছর সেখানে চিকেন পক্সে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ১১ জনের। এবার দেখা যাচ্ছে দেড় মাসেই সেই সংখ্যা সম্পর্শ করেছে।

আরও পড়ুন>ডেঙ্গুর আঁতুরঘর হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ

ভাইরাসজনিত রোগে যারা মারা গেছেন, তারা উচ্চ রক্তচাপ, হৃদরোগ, মধুমেহ, হেপাটাইটিস-বি, ফুসফুসের বিভিন্ন সমস্যাসহ নানা রোগে আক্রান্ত ছিলেন।

সম্প্রতি এই ভাইরাসটির দাপট রাজ্যের স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

গত ৩ মাসে চিকেন পক্স নিয়ে বেলেঘাটা আইডিতে ভর্তি হয়েছেন প্রায় ৬০ জন।
জানুয়ারিতে এই রোগে মৃত্যু হয় ৮ জনের। তাছাড়া চলতি মাসেই মৃত্যু হয়েছে ৩ জনের।

সম্প্রতি পশ্চিমবঙ্গে হাম-রুবেলার টিকাকরণ শুরু হয়েছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও এই টীকা করণের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও কলকাতাসহ বিভিন্ন জেলাতেও এই টিকাকরণের কর্মসূচি নেওয়া হয়েছে।

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।