সরকারি সহায়তার অর্থ নিয়ে প্রেমিকদের সঙ্গে উধাও, বিপাকে স্বামীরা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:৪৮ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৩
প্রতীকী ছবি

ভারতের কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ একটি প্রকল্পের নাম হলো ‘প্রধানমন্ত্রীর আবাস যোজনা’। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো অসহায়-গরিবদের ঘর তৈরিতে সাহায্য করা। এর আওতায় রয়েছে অর্থনৈতিকভাবে দুর্বল, নিম্ন ও মধ্য আয়ের মানুষ।

জানা গেছে, উপকারভোগীদের অ্যাকাউন্টে একটি নির্দিষ্ট অর্থ সরাসরি পাঠানো হয়। কিন্তু এই অর্থ নিয়ে চার স্ত্রী তাদের প্রেমিকদের সঙ্গে পালিয়েছে। এমন ঘটনায় বিপাকে পড়েছে তাদের স্বামীরা। ঘটনাটি ঘটেছে দেশটির উত্তরপ্রদেশে। খবর এনডিটিভির।

প্রকল্পের নিয়ম অনুযাযী, পরিবারের নারী প্রধানকে বাড়ির মালিক বা সহ-মালিক করা বাধ্যতামূলক। এই সুযোগ কজে লাগিয়ে চার নারী এমন কাণ্ড ঘটিয়েছে। নিজেদের অ্যাকাউন্টে ৫০ হাজার রুপি পেয়ে স্বামী রেখে প্রেমিকদের সঙ্গে পালিয়েছে।

এমন পরিস্থিতিতে ওই স্বামীরা বিপাকে পড়েছে। ঘর তৈরির কাজ শুরু না হওয়ায় এরই মধ্যে কর্তৃপক্ষ তাদের ওপর চাপ দেওয়া শুরু করেছে।

বিপত্তিতে পড়া স্বামীরা এখন কী করবেন তা জানেন না। তবে পরবর্তী কিস্তি যাতে ওই ব্যাংক অ্যাকাউন্টে না যায় তার জন্য প্রকল্প কর্মকর্তাকে ব্যবস্থা নিতে বলেছেন তারা।

জেলার নগর পঞ্চায়েত বেলহারা, বাঁকি, জায়েদপুর ও সিদ্ধঘরের ওই চার সুবিধাভোগীর অ্যাকাউন্টে প্রথম কিস্তি পাঠানো হয়েছিল। তারপর তারা প্রেমিকা ও টাকা নিয়ে পালিয়ে যায়।

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।