জার্মানিতে বাড়ছে বাংলাদেশি শিক্ষার্থী


প্রকাশিত: ০১:১৫ পিএম, ০৪ ডিসেম্বর ২০১৪

জার্মানিতে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের শীতকালীন সেমিস্টারে ৭৩০ জনের চেয়েও বেশী শিক্ষার্থী জার্মনির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। জার্মান দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে অনুযায়ী, গত দুই বছর আগে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা ছিল ৫০০। বাংলাদেশি শিক্ষার্থীদের ৭২ শতাংশ পড়াশোনা করছে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত বিষয়ে।

জার্মানিতে শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সুযোগ করে দিতে জার্মান দূতাবাস, ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে দুইদিনব্যাপী এক তথ্য অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

৩ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ও ৪ ডিসেম্বর চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এই তথ্য অধিবেশন দুটি অনুষ্ঠিত হয়।

‘জার্মানিতে উচ্চ শিক্ষা’ শীর্ষক অনুষ্ঠানের দু’টি অধিবেশনে মিলনায়তন ছিল পরিপূর্ণ। অনুষ্ঠানে জার্মানিতে ভর্তি পদ্ধতি, জার্মানির ছাত্র জীবন, স্কলারশিপের সুযোগ ও ভিসা পদ্ধতি ইত্যাদি সম্পর্কে আগ্রহীদের অবহিত করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।