রাশিয়া-ইউক্রেনের বন্দি বিনিময়, মুক্ত ১৭৯

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:০৫ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৩
যুদ্ধক্ষেত্রে ইউক্রেনীয় সেনা

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ চলমান থাকলেও অব্যাহত রয়েছে বন্দি বিনিময় প্রক্রিয়া। এরই অংশ হিসেবে এবার দুই দেশের প্রায় ১৭৯ জন মুক্তি পেয়েছেন। শনিবার (৪ ফেব্রুয়ারি) দেশ দুইটির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আল-জাজিরার।

ইউক্রেনের প্রেসিডেন্টের সহযোগী আন্দ্রি ইয়ারমাক একটি টেলিগ্রাম পোস্টে জানিয়েছেন, ১১৬ ইউক্রেনীয়কে মুক্তি দেওয়া হয়েছে।

আরও পড়ুন>যে তিন উপায়ে শেষ হতে পারে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

রাশিয়ান প্রতিরক্ষা কর্মকর্তারা ঘোষণা করেছেন, ইউক্রেন থেকে ৬৩ রুশ সেনা ফিরে এসেছে।

এদিকে ৮০ বছর পর আবার জার্মান ট্যাংকের মুখোমুখি হওয়ার কথা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে হামলাকে ন্যাৎসিদের বিরুদ্ধে যুদ্ধের সঙ্গেও তুলনা করেছেন তিনি।

ইউক্রেনে জার্মানির ট্যাংক পাঠানোর সিদ্ধান্তের কথা উল্লেখ করে রুশ প্রেসিডেন্ট বলেন, ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে। তিনি বলেন, এটা অবিশ্বাস্য কিন্তু সত্য। আমরা আবারও জার্মান লেপার্ড ট্যাংকের হুমকি পাচ্ছি।

আরও পড়ুন>যুদ্ধে যেসব অস্ত্র ব্যবহার করছে রাশিয়া-ইউক্রেন

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা করে রাশিয়া। যুদ্ধের এক বছর পূর্তিকে সামনে রেখে সম্প্রতি কিয়েভ সফরে যান ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইন।

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।