গৌতম আদানির করপোরেট কেলেঙ্কারি

সবার নজরে হিনডেনবার্গ রিসার্চ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:৫৩ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৩
ছবি: সংগৃহীত

গৌতম আদানির করপোরেট সাম্রাজ্যের তথ্য অন্যভাবে সম্প্রতি তুলে ধরলো মার্কিন যুক্তরাষ্ট্রের লগ্নি সংক্রান্ত গবেষণাকারী সংস্থা হিনডেনবার্গ রিসার্চ। ২০১৭ সালে এই সংস্থাটি প্রতিষ্ঠা করেন নাথান অ্যান্ডারসন। করপোরেট বিপর্যয় খুঁজে বের করে লেনেদেনে অনিয়ম হচ্ছে কিনা, তা খতিয়ে দেখাই এই প্রতিষ্ঠানটির প্রধান কাজ। শুধু তাই নয় প্রতিবেদন প্রকাশও করে তারা।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ম্যাঞ্চেস্টার টাউনশিপে অবতরণের সময় আগুন লাগে জার্মানির যাত্রীবাহি বিমান এলজেড১২৯ হিনডেনবার্গে। এই দুর্ঘটনাকে অভিহিত করা হয় হিনডেনবার্গ বিপর্যয় হিসাবে। সেখান থেকেই এই সংস্থার নামকরণ ‘হিনডেনবার্গ রিসার্চ’ করেন নাথান অ্যান্ডারসন।

আরও পড়ুন> আদানির কোম্পানি থেকে পদত্যাগ করলেন বরিস জনসনের ভাই

হিনডেনবার্গের প্রতিবেদনে, অভ্যন্তরীণ লেনদেন থেকে অ্যাকাউন্টিং পর্যন্ত সমস্ত গুরুতর ঢের অভিযোগ জমা হয় বিভিন্ন বিনিয়োগকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সংস্থাটির সর্বশেষ প্রকাশিত প্রতিবেদন বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। গত ২৪ জানুয়ারি সংস্থাটি, বিশ্বের অন্যতম ধনী টাইকুন আদানির প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্টক ম্যানিপুলেশন ও জালিয়াতির অভিযোগ তোলে। যদিও আদানি গ্রুপ বলছে, অভিযোগগুলো ভিত্তিহীন এবং একটি দীর্ঘ যুক্তি খণ্ডন প্রকাশ করেছে তারা।

নাথান অ্যান্ডারসনের গবেষণা কাজ দ্রুত গতিতে চলছে। গত দুই বছরে এটি ১৯টি তদন্ত প্রতিদেন প্রকাশ করেছে। আদানি গ্রুপের বিরুদ্ধে হিনডেনবার্গের অভিযোগ এখন সবার জানা। তাদের অভিযোগ, আদানি গ্রুপ একটি বিতর্কিত কর্পোরেট ফর্ম যা মহামারির সময় জনপ্রিয় হয়ে উঠেছে।

আরও পড়ুন> আদানি গ্রুপের ‘কেলেঙ্কারি’>ভারতে বিদেশি বিনিয়োগ আরও ঝুঁকির মুখে পড়তে পারে

এর আগে, ২০২০ সালে যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক ট্রাক নির্মাণকারী সংস্থা নিকোলা কর্পোরেশনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ তোলে সবার নজরে আসে হিনডেনবার্গ। সে সময় তীব্র গতিতে ছুটছে বৈদ্যুতিক ট্রাক, এমন একটি ভিডিও প্রকাশ করে নিকোলা। সেই ভিডিও চ্যালেঞ্জ করে গবেষণা সংস্থাটি। তারা দাবি করে, ওই গাড়িটি পাহাড়ের নীচে গড়িয়ে পড়েছিল। পরে নিকোলার প্রতিষ্ঠাতা নিউইয়র্কের একটি ফেডারেল আদালতে বিনিয়োগকারীদের প্রতারণা করার জন্য দোষী সাব্যস্ত হন।

হিনডেনবার্গের গবেষণা প্রতিবেদন প্রকাশ হওয়ার পর আদানি গ্রুপের তালিকাভুক্ত সংস্থাগুলো এখন পর্যন্ত মোট মূল্য প্রায় অর্ধেক হারিয়েছে। নিকোলার ৯০ শতাংশ শেয়ার কমে গেছে। মাডি ওয়াটার্সের কারসন ব্লক, একজন বিনিয়োগকারী বলেছেন, এটি চাপের মূল্য কিনা তা নিয়ে প্রশ্ন আছে। বিল অ্যাকম্যান, একজন আমেরিকান বিনিয়োগকারী যিনি হিনডেনবার্গের আদানিকে অনুসরণ করার সমর্থনে টুইট করেছেন। তিনি গত বছর ঘোষণা দিয়েছিলেন, তিনি এটি ছেড়ে দিচ্ছেন।

সূত্র: দ্য ইকোনমিস্ট

এসএনআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।